আপনি কি এমন কোনো স্মার্টফোন খুঁজছেন যা কম বাজেটের মধ্যে দিচ্ছে ভাল ফিচার? তাহলে আপনার সন্ধান এখানেই শেষ হতে পারে। এ বিষয়ে ওয়ানপ্লাস খুব বেশি পিছিয়ে নেই। ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডকে আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য সবচেয়ে প্রিমিয়াম হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া এতে শক্তিশালী ফিচার এবং ভালো মানের ক্যামেরা কোয়ালিটিও দিয়ে থাকে কোম্পানি। তাই আপনিও যদি এই কোম্পানির কোনো ভালো সম্পর্কে জানতে আগ্রহী হন বা কিনতে চান, তাহলে এ ব্যাপারে জানানো হল এই প্রতিবেদনে।
কথা হচ্ছে OnePlus Ace Racing Max স্মার্টফোন সম্পর্কে। এই ফোনে আপনি ৬.৫৯ ইঞ্চি আইপিএস এলসিডি দেখতে পাবেন। বলা হচ্ছে এই ফোনে আপনি ১২০ হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স (৫ এনএম) প্রসেসর দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে।
এই দুর্দান্ত স্মার্টফোনটির ভিতরে আপনি ১২৮ গিগাবাইট ও ৮ জিবি RAM , 256 গিগাবাইট ৮ জিবি RAM , ২৫৬ গিগাবাইট ও ১২ গিগাবাইট RAM এর অপশন পাবেন। মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এ ছাড়া এতে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা আপনি পেয়ে যাবেন। সেলফি তোলার জন্য এতে পাবেন ১৬ মেগাপিক্সেলের ভালো কোয়ালিটির সেলফি শ্যুটার ক্যামেরা।

ফোনের মধ্যে থাকছে ৫০০০ এমএএইচ- এর শক্তিশালী ব্যাটারি। চার্জিংয়ের জন্য রয়েছে ৬৭ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সুবিধা। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ইউএসবি টাইপ সি চার্জিং সকেট পাওয়া যাবে।







