১০ টাকার নোটে ভাগ্য বদল, নিমেষের মধ্যে লাখপতি হওয়ার সুযোগ

ভাগ্য কখন কোন দিকে মোড় নেয় কে বলতে পারে। সময় বিশেষে পকেটে থাকা বা বাড়ির কোথাও অবহেলায় কোনো কিছু হয়ে উঠতে পারে মহামূল্যবান। একটা দশ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভাগ্য কখন কোন দিকে মোড় নেয় কে বলতে পারে। সময় বিশেষে পকেটে থাকা বা বাড়ির কোথাও অবহেলায় কোনো কিছু হয়ে উঠতে পারে মহামূল্যবান। একটা দশ টাকার নোট বিক্রি করেও যে বড়লোক হওয়া যায় সেটা কি কখনও ভাবতে পেরেছিলেন? বোধহয় না। দশ টাকা সারা দিনে কীভাবে যে খরচ হয়ে যায় সেটা কেউ টের পান না হয়তো। অথচ এই দশ টাকার নোটে লুকিয়ে রয়েছে আপনার ভাগ্য বদলে দেওয়ার মতো চাবি। কীভাবে ১০ টাকা থেকে লাখপতি হতে পারেন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Advertisements

পকেটে থাকা দশ টাকার নোট থেকে সহজে বড় অংকের অর্থ লাভ করা সম্ভব। তবে কিছু শর্ত এ ক্ষেত্রে পালন করা বাঞ্ছনীয়। ছবিতে দেখানো পুরনো এই দশ টাকার নোট হলে তো কোনো কথাই নেই। আরও সুবিধায় থাকবেন আপনি। কারণ এগুলো অ্যান্টিক নোট বলে অনেকে বিবেচনা করে থাকেন।

Advertisements

antique 10 rupees note

এছাড়াও রয়েছে অন্য শর্ত। নোটে থাকা সিরিয়াল নম্বর ৭৮৬ নম্বর থাকা অবশ্য। এ ছাড়া আপনার সঙ্গে রাখা দশ টাকার নোটের রঙ পুরনো দিনের নীলচে হলে আরও ভালো হয়। আপনি নিশ্চয়ই ভাবছেন এই নোটে এমন কী আছে যা এত বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে পারে?

আসলে মুসলিম সমাজের লোকেরা সিরিয়াল নম্বর ৭৮৬ কে খুব ভাগ্যবান বলে মনে করে। যার জন্য তারা প্রচুর অর্থ ব্যয় করতেও সংকুচিত বোধ করে না। আপনার কাছে ৭৮৬ নম্বর যুক্ত কোনো একটি নোট থাকলে আপনি সহজেই মোটা অংকের অর্থ লাভ করতে পারবেন। নিমেষে হয়ে যেতে পারেন লাখপতি।

কীভাবে এই নোট বিক্রি করবেন?

  • পুরনো নোট বিক্রি করতে হলে প্রথমে আপনাকে কুইকার বা ইবে বা কয়েন বাজার – এর মতো অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে।
  • এর পরে আপনাকে নিজেকে বিক্রেতা হিসাবে ওয়েব সাইটে রেজিষ্টার করতে হবে।
  • আপনার মোবাইল নম্বর এবং আপনার আইডি দিতে হবে।
  • আপনার কাছে রাখা ১০ টাকার ময়ূর ছাপ নোটের দু’পাশে ছবি আপলোড করতে হবে।
  • এবার আপনার বিজ্ঞাপন ওয়েব সাইটে পাবলিশ করা যাবে।

 

Advertisements