ভুল করেছেন এবার জরিমানা দিন, সরকার একাধিকবার বলার পরেও অনেকে করেননি এই কাজটি

আপনি যদি এখনও AADHAAR CARD এর সঙ্গে PAN CARD লিঙ্ক না করিয়ে থাকেন তবে আপনাকে জরিমানা দিতে হতে পারে। সরকারের পক্ষ থেকে একাধিকবার এই দুই…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আপনি যদি এখনও AADHAAR CARD এর সঙ্গে PAN CARD লিঙ্ক না করিয়ে থাকেন তবে আপনাকে জরিমানা দিতে হতে পারে। সরকারের পক্ষ থেকে একাধিকবার এই দুই কার্ডকে লিঙ্ক করানোর কথা বলা হয়েছে। তাও অনেকে এই কাজ এখনও করেননি। অথচ খুব সহজে প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্ত করা যায়। কীভাবে লিঙ্ক করবেন সেই পদ্ধতি জানানো হয়েছে এই প্রতিবেদনে।

Advertisements

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি:-

Advertisements

•আপনি যদি রেজিস্টার্ড ইউসার না হন তবে আয়করের ই ফাইলিং পোর্টালে গিয়ে নিজেকে আগে রেজিষ্টার করাতে হবে।

•আপনার ইউসার আইডি ব্যবহার করে পোর্টালে লগ ইন করুন।

•পাসওয়ার্ড দেওয়ার পর মেসেজ অ্যাকসেপ্ট করে Continue অপশনে ক্লিক করুন।

•নিজের সম্পর্কে প্রোফাইল ডিটেলস ফিল আপ করে লিঙ্ক অপশনে ক্লিক করুন।

•প্রয়োজনীয় বিবরণ লিখুন- আপনার নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ সঠিক তথ্য দিয়ে লিখতে হবে।

• যাচাই করে নিন নিজের আধার কার্ড।

•এই প্রক্রিয়ার পর স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ দেখতে পাবেন। সেখানে আপনার প্যান এবং আধার লিঙ্ক করার কথা লেখা থাকবে।

pan card aadhaar card link

কীভাবে ই-ফাইলিং পোর্টালে আধার প্যান লিঙ্ক ফি প্রদান করবেন:

•ই-ফাইলিং পোর্টালে যেতে হবে। কুইক লিংক অপশনে ক্লিক করুন।

•আধার এবং প্যানের বিশদ বিবরণ চাওয়া হবে, যথাযথভাবে পূরণ করুন।

•এরপর ই-পে ট্যাক্স অপশনে ক্লিক করুন।

•নিশ্চিত করুন আপনার প্যান কার্ডে দেওয়া তথ্য।

•প্রদেয় ফোন নম্বরে একটি ওটিপি আসবে। এটি পূরণ করুন।

•এরপর ই-পে ট্যাক্স পেজে যেতে হবে।

•এখান থেকে আয়কর নির্বাচন করতে হবে।

•মূল্যায়ন বছর এবং পেমেন্ট টাইপ অপশনে ক্লিক করুন।

•এবার চালান তৈরি হবে। এরপর পেমেন্ট অপশন সিলেক্ট করুন। পেমেন্ট করুন।

ফি প্রদানের পরে কীভাবে আধার প্যান লিঙ্কের অনুরোধ জমা দেবেন:

•আবার ই-ফাইলিং পোর্টালের হোম পেজে যান। •লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন।

•প্যান এবং আধার কার্ডের বিবরণ পূরণ করতে হবে।

•ই-পে ট্যাক্সে ক্লিক করতে হবে।

• নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন। এটি আপনাকে এনএসডিএল পোর্টালে নিয়ে যাবে।

•এনএসডিএল পোর্টালে চালান নম্বরে এ ক্লিক করুন।

•এরপর ট্যাক্স-০০২১ সিলেক্ট করুন এবং পেমেন্ট অপশনে যান।

•ফি দেওয়ার পরে আধার-প্যান লিঙ্ক করা হবে।

Advertisements