চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে টাটা, অনলাইন কোর্স করার পর ফিরতে পারে কপাল

টাটার মতো কোম্পানিতে কাজ করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। কিন্তু কীভাবে আবেদন করতে হয় কিংবা কীভাবে যোগাযোগ করতে হয় সে সম্পর্কে বিশেষ কিছু জানা থাকে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

টাটার মতো কোম্পানিতে কাজ করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। কিন্তু কীভাবে আবেদন করতে হয় কিংবা কীভাবে যোগাযোগ করতে হয় সে সম্পর্কে বিশেষ কিছু জানা থাকে না। যার ফলে চাকরি করা তো দূরের কথা, আবেদন করাও সবার পক্ষে সম্ভব হয় ওঠে না। সম্প্রতি জানা গিয়েছে টাটা একটি নতুন অনলাইন কোর্স শুরু করেছে। রয়েছে সার্টিফিকেটের ব্যবস্থা। যারা নিজেদের কেরিয়ার আরও মজবুত করতে চাইছেন তাদের জন্য টাটা প্রদত্ত এই কোর্স কার্যকর হতে পারে। পরে হয়তো এখানে পাওয়া যেতে পারে চাকরি করার কোনো সুযোগ।

Advertisements

যারা এই কোর্সের ব্যাপারে উৎসাহী এবং যারা আবেদন করতে চাইছে এই প্রতিবেদন তাদের তাকে লাগতে পারে । আবেদনকারী যারা টাটা কোম্পানির দেওয়া অনলাইন কোর্সের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে চান তাদের সুবিধার জন্য দেওয়া হল আবেদন করার প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ:-

Advertisements

Tata online course

•সার্টিফিকেট সহ টাটা অনলাইন কোর্সের জন্য নিজেকে নিবন্ধন করতে, প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।

•হোম পেজে আসার পর আপনি ট্রেন্ডিং এর একটি সেকশন পাবেন।

•এই বিভাগে টাটা অনলাইন কোর্সের তালিকা পাবেন। এখান থেকে আপনাকে আপনার পছন্দসই কোর্সটি নির্বাচন করতে হবে।

•ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।

এবার এই পৃষ্ঠায় আপনি ‘এনরোল নাও ‘ এর •অপশন পাবেন । এই অপশনটিতে ক্লিক করতে হবে।

•ক্লিক করার পরে আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলবে । এখানে আপনাকে আপনার কিছু তথ্য প্রদান করতে হবে।

•সব শেষে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি আপনার লগইন ডিটেলস পেয়ে যাবেন এবং যে কোর্সটি সিলেক্ট করেছিলেন সেটা সম্পর্কে আরও জানতে পারবেন।

Advertisements