ভারতে সাধারণ মানুষের সৃজনশীলতা কেবল তাদের জুগাডেই মাধ্যমেই যে প্রতিফলিত হয় এমনটা কিন্তু নয়। বরং তাদের গাড়ি মডিফাই করার মাধ্যমেও ভারতীয়দের মনে ভাব প্রকাশ করে থাকে। গাড়ি মডিফাই করার ব্যাপারে অনেকের বেশ উৎসাহ রয়েছে। সম্প্রতি একটি গাড়ি মডিফাই করার ভিডিও সামাজিক মাধ্যম বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ইউটিউবে ইতিমধ্যে ২ মিলিয়নের বেশিবার এই ভিডিও দেখা হয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে একটি টাটা ইন্ডিকা গাড়ি দুর্দান্তভাবে মডিফাই করা হয়েছে। ফোর ডোর থেকে গাড়িটিকে একটি ২ ডোর সংস্করণে পরিবর্তিত করা হয়েছে। অনেকে দাবি করছেন যে, এই মডিফিকেশনের ফলে গাড়িটি বিশ্বের সবচেয়ে ছোট ইন্ডিকা হয়ে উঠেছে।
‘ওয়াসিম ক্রিয়েশন’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে দুই দরজার এই টাটা ইন্ডিকার ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িটি কীভাবে তার ছোট হুইলবেস সংস্করণে রূপান্তরিত হয়েছে। এই পরিবর্তিত টাটা ইন্ডিকার দৈর্ঘ্যও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। দৈর্ঘ্য কমেছে প্রায় অর্ধেক। ভিডিওর বক্তা বিস্তারিত সব জানিয়েছেন।
পরিবর্তিত গাড়ির পেছনের দরজা সরিয়ে তার পেছনের দরজাটি গাড়ির বি পিলারে যুক্ত করা হয়েছে। বাম্পারগুলি খুব একটা বদলানো হয়নি, তবে মেরামত করে পুনরায় ইনস্টল করা হয়েছে। পরে গাড়িটি রেডি বডিওয়ার্ক সহ দেখানো হয়। এর সাইড প্রোফাইলে নতুন হুইল কভার যুক্ত করা হয়েছে। ভিডিওতে স্টক গাড়ির সামনের ও পেছনের দরজা একত্রিত করে তৈরি একটি কাস্টম দরজাও দেখানো হয়েছে।
গাড়ির সামনের দুটি হেডলাইটই একেবারে নতুন এবং গাঢ় রঙে দেওয়া হয়েছে তাতে। গাড়ির বাহ্যিক থিমের সঙ্গে মিল রেখে কালো ও রূপালী রঙে ডিজাইন করা হয়েছে গাড়ির ড্যাশবোর্ড। ভিডিওতে ক্রমে বাড়ছে ভিউ। যারা গাড়ি ভালোবাসেন বা গাড়ি নিয়ে বিভিন্ন পরীক্ষা করতে চান তাদের জন্য উপযোগী হতে পারে এই ভিডিও। তবে সবার হয়তো এই কনসেপ্ট পছন্দ হবে না। কমেন্ট সেকশন দেখলে বোঝা যায় অনেকে এই মডিফাই গাড়ি পছন্দ করছেন না।







