৭০ হাজার টাকার iPhone 13 কিনুন মাত্র ২৩ হাজার টাকার কমে, জানুন কীভাবে

iPhone কেনা অনেকের কাছে স্বপ্নের মতো। বাজারে যতই বড় বড় কোম্পানি চলে আসুক না কেন, অ্যাপেল আইফোনের গরিমা রয়েছে এখনও আগের মতই। ক্লাস স্টেটমেন্ট হিসেবে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

iPhone কেনা অনেকের কাছে স্বপ্নের মতো। বাজারে যতই বড় বড় কোম্পানি চলে আসুক না কেন, অ্যাপেল আইফোনের গরিমা রয়েছে এখনও আগের মতই। ক্লাস স্টেটমেন্ট হিসেবে নিজের আলাদা সংজ্ঞা তৈরি করেছে আইফোন। লুকের পাশাপাশি ক্যামেরা, আধুনিক ফিচার, সেফটি ফিচার ইত্যাদি এখনও সেরা কোয়ালিটিতে সরবরাহ করে থাকে কোম্পানি। যার ফলে বেশি দাম দিয়েও অনেকে আইফোন কিনে থাকেন।

Advertisements

কিন্তু সবাই তো আর আইফোন কিনতে পারছেন না। বিশেষত Apple iPhone 13 – এর মতো লেটেস্ট মডেলগুলো। তবে চিন্তা করবেন না। আপনিও আইফোন কিনতে পারবেন। তাও আবার ২০ হাজার টাকা কম দামে। হ্যাঁ ঠিকই শুনেছেন, ২০ হাজার টাকা কম দিয়ে কিনে নিতে পারবেন Apple iPhone 13 মডেল।

Advertisements

কিন্তু কীভাবে ? আসলে ফ্লিপকার্ট বিপুল ছাড় দেওয়া হচ্ছে। এর ফলেই আইফোন ১৩ কেনা যাবে অনেক দামে। এর দামে ছাড় পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯০১ টাকা। ফোনটির ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ৬৯,৯০০ টাকার পরিবর্তে ৫৭,৯৯৯ টাকায় কেনা যাবে। দাম আরো কম পড়বে যদি নীচের শর্তগুলো পূরণ করতে পারেন।

অ্যাপল আইফোন ১৩ ব্যাংক অফার:-

•আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ তাৎক্ষণিক ডিসকাউন্ট।

•আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ইএমআই ট্যাক্সে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে।

•আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড এবং ইএমআই ট্যাক্সে ১০% তাৎক্ষণিক ছাড় পেয়ে যাওয়ার সুবিধা নিতে পারবেন।

apple iphone 13 discount offer price

ফ্লিপকার্টে অন্যান্য অফারগুলির পাশাপাশি এক্সচেঞ্জ অফারটি সবচেয়ে লাবদায়ক হতে পারে। এখানে Apple iPhone 13 এর জন্য প্রায় ৩৫ হাজার টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে। এর জন্য গ্রাহকদের এমন একটি ফোন পরিবর্তন করতে হবে যার অবস্থা ভালো এবং লেটেস্ট মডেলের তালিকায় গণ্য করা যায়। আপনি যদি এক্সচেঞ্জের সময় এই ধরণের ফোন পরিবর্তন করেন তবে আপনার জন্য আইফোন ১৩ এর দাম হতে পারে মাত্র ২২ হাজার ৩৩৯ টাকা।

Advertisements