প্রায় প্রতিদিনই কোনো না কোনো কোম্পানি একাধিক স্মার্টফোন বাজারে নিয়ে আসে। প্রত্যেক কোম্পানি চাইছে তাদের ফোনটি যেন হোক সেরার সেরা। প্রচুর ফিচার দেওয়া হচ্ছে এখনকার স্মার্টফোনগুলোতে। তাই স্মার্টফোনের মার্কেট এখন অনেক কঠিন হয়ে উঠেছে। এরই মধ্যে কিছু ফোন রয়েছে যারা নিজেদের জায়গা পাকা করতে পেরেছে। জনপ্রিয় কিছু স্মার্টফোনের মধ্যে অন্যতম Oppo Reno 8T 5G Smartphone।
Oppo Reno 8T 5G Smartphone – এ বড় এইচডি ডিসপ্লে সহ ১০৮ মেগাপিক্সেলের চমৎকার ক্যামেরা কোয়ালিটি এর অন্যতম মূল আকর্ষণ। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১০৮০×২৪১২ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। Oppo Reno 8T 5G তে রয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৮ জিবি RAM। ভার্চুয়াল RAM সাপোর্ট করবে এই ৫জি ফোনে। এতে রয়েছে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি পাওয়ার এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। যার সাহায্যে আপনার স্মার্টফোন অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যাবে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

ডুয়াল সিমের এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ চালিত। এর দাম রাখা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড কালার অপশনে এটি চালু করা হয়েছে। ক্রেতারা ফ্লিপকার্ট, অপ্পো ইন্ডিয়া স্টোর এবং অফলাইন স্টোর থেকে এটি কিনতে পারবেন। আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে ১০% ডিসকাউন্ট পেতে পারেন।







