কম করে ৩১ হাজার টাকা বেতন, এক সঙ্গে প্রচুর নিয়োগ, ভালো চাকরি খুঁজলে এখনই করুন আবেদন

এএআই জুনিয়র এক্সিকিউটিভ ২০২৩ এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল সাইটে (www.aai.aero) প্রকাশিত হয়েছে। এএআই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এক্সিকিউটিভের মতো…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

এএআই জুনিয়র এক্সিকিউটিভ ২০২৩ এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল সাইটে (www.aai.aero) প্রকাশিত হয়েছে। এএআই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এক্সিকিউটিভের মতো বিভিন্ন পদে ৩৪২ টি শূন্যপদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ৫ আগস্ট থেকে শুরু হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের এএআই জুনিয়র এক্সিকিউটিভ বেতনের কাঠামো এবং চাকরির প্রোফাইল বুঝতে হবে।

Advertisements

এএআই জুনিয়র এক্সিকিউটিভ বেতন এবং চাকরি সম্পর্কিত বেশ কিছু তথ্য সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হবে। এএআই ২০২৩ বেতন খুব আকর্ষণীয় এবং উৎসাহী প্রত্যেক প্রার্থীকে আকৃষ্ট করবে। উচ্চ বেতনের পাশাপাশি পদোন্নতির ভাল সুযোগ রয়েছে এই চাকরিতে। আপনি যদি এএআই জুনিয়র এক্সিকিউটিভ বেতন ২০২৩ সঠিকভাবে বুঝতে চান তবে এই নিবন্ধের মাধ্যমে আপনি এর সাথে সম্পর্কিত প্রতিটি দিক সম্পর্কে তথ্যগুলোতে একবার চোখ বুলিয়ে নিন।

Advertisements

কোন পদে কতো নিয়োগ?

•Junior assistant (Office) পদে ১০ জনকে নিয়োগ করা হবে।

•Senior Assistant ( accounts) পদে ৯ জনকে নিয়োগ করা হবে।

•Junior Executive (common cadre) পদে ১৫২ জনকে নিয়োগ করা হবে।

•Junior Executive (Finance) পদে ৬৬ জনকে নিয়োগ করা হবে।

•Junior Executive (Fire Service) পদে ৩ জনকে নিয়োগ করা হবে।

•Junior Executive (Law) পদে ১৫ জনকে নিয়োগ করা হবে।

Job news

কোন পদে কতো বেতন?

•Junior Executive পদের মাসিক বেতন ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে।

• Senior Assistant পদের ক্ষেত্রে বেতন ৩৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকার মধ্যে।

• Junior assistant পদের ক্ষেত্রে বেতন ৩১ হাজার টাকা থেকে ৯২ হাজার টাকা।

কারা এই সকল পদের জন্য যোগ্য এবং কারা আবেদন করতে পারবেন, সেটা জানার জন্য অবশ্যই ভিসিট করুন সংস্থার অসিফিয়াল ওয়েব সাইটে।

Advertisements