এবার নিজেদের ব্যাংক খুলতে চলেছে রিলায়েন্স! SBI, HDFC সহ সাধারণ মানুষের হাতে বাড়তি অপশন

ভারতবাসীর জন্য ফের বড় রকমের চমক দিতে চলেছেন মুকেশ আম্বানি। টেলিকম সেক্টর তোলপাড় করার পর এবার তিনি প্রবেশ করতে পারেন দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায়। এ ব্যাপারে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতবাসীর জন্য ফের বড় রকমের চমক দিতে চলেছেন মুকেশ আম্বানি। টেলিকম সেক্টর তোলপাড় করার পর এবার তিনি প্রবেশ করতে পারেন দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায়। এ ব্যাপারে আগামী সময়ে রিলায়েন্সের পক্ষ থেকে বড় কিছু ঘোষণা করা হতে পারে বলে অনেকে মনে করছেন।

Advertisements

খুব তাড়াতাড়ি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় বসতে চলেছেন রিলায়েন্সের কর্তারা। সেখানে কোম্পানির লাভ ক্ষতির হিসেবের পাশাপাশি ভবিষ্যত্ পরিকল্পনা নিয়েও করা হতে পারে আলোচনা। বার্ষিক সাধারণ সভা শেষে মুকেশ আম্বানি নিজে বড় কোনো কিছু ঘোষণা করতে পারেন বলে অনেকের ধারণা। জিওর বার্ষিক বৈঠক সম্পর্কে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন।

Advertisements

জিওর মাধ্যমে দেশের টেলিকম ব্যবসায় নিজেদের পায়ের তলার মাটি আগেই শক্ত করেছিল রিলায়েন্স। Jio আত্মপ্রকাশ করার পর থেকে কোম্পানিকে আর যে পিছনে ফিরে তাকাতে হয়নি সেটা বলাই বাহুল্য। কেউ কেউ আশা করছেন যে আগামী দিনে ৫জি নেটওয়ার্ক এবং নিজেদের ব্র্যান্ডের কম দামের ফাইভ জি ফোন নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। একই সঙ্গে ওয়াকিবহাল মহলের অনেকের অনুমান, ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়েও ভাবনা চিন্তায় রয়েছে রিলায়েন্স। অদূর ভবিষ্যতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI, দেশের একাধিক বেসরকারি ব্যাংকের পাশাপাশি নিজেদের শাখা সম্প্রসারিত করতে পারে রিলায়েন্স। এটা বাস্তবে পরিণত হলে সাধারণ মানুষের কাছে বাড়বে অপশন।

Jio Bank

মুকেশ আম্বানি এখন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (জেএফএসএল) মাধ্যমে ভারতে এনবিএসি সেক্টরে প্রবেশ করতে চলেছেন। তারা ভারতের শীর্ষস্থানীয় নন ব্যাংকিং ক্ষেত্রে ঋণদাতা হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন বলে জানা গিয়েছে। রিলায়েন্স জিও তার ৫ জি নেটওয়ার্ক সম্প্রসারণের ব্যাপারে টেলিকম সম্পর্কিত সরঞ্জাম কেনার জন্য সুইডিশ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির কাছ থেকে ২.২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে বলে খবর।

Advertisements