Mahindra Thar-কে লজ্জায় ফেলতে প্রস্তুত জাপানি সংস্থা, শীঘ্রই দুর্দান্ত SUV লঞ্চ করতে চলেছে Toyota

বর্তমানে ভারতের বাজারে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি লঞ্চ করলেও ভারতের বাজারে একটি বিরাট অংশ দখল করে রয়েছে জাপানি গাড়ি নির্মাণ সংস্থা Toyota।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতের বাজারে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি লঞ্চ করলেও ভারতের বাজারে একটি বিরাট অংশ দখল করে রয়েছে জাপানি গাড়ি নির্মাণ সংস্থা Toyota। বিগত কয়েক দশক ধরে ভারতের বাজারে একের পর এক দামদার গাড়ি লঞ্চ করেছে কোম্পানিটি। ড্যাশিং লুক এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে ভারতের বাজারে যে কোন গাড়ির সাথে প্রতিযোগিতা করতে সক্ষম এই Toyota খুব শীঘ্রই নিজেদের সেরা SUV লঞ্চ করতে চলেছে বিশ্ববাজারে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে সেরা SUV Mahindra Thar-কে টক্কর দিতে ল্যান্ড ক্রুজার প্রাডোর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে জাপানি এই সংস্থাটি। মনে করা হচ্ছে, নতুন ল্যান্ড ক্রুজার প্রাডোর অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং চোখ ধাঁধানো ডিজাইন গ্রাহকদের কাছে বিশেষ ভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

Advertisements

যদি টয়োটার দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে 2.8 লিটারের ডিজেল ইঞ্জিন লক্ষ্য করা যাবে। যা 8টি স্বয়ংক্রিয় গিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। জানা যাচ্ছে, নতুন ল্যান্ড ক্রুজার প্রাডোর ডিজাইন লেক্সাস জিএক্স এসইউভির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। যা গাড়িটিকে একটি প্রিমিয়াম লুক প্রদান করবে।

যদি ল্যান্ড ক্রুজার প্রাডোর আকৃতি সম্পর্কে বলি, তাহলে এর দৈর্ঘ্য 4,920 মিমি এবং উচ্চতা 1,870 মিমি। এছাড়া হুইলবেসের দৈর্ঘ্য 2,850 মিমি হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। শুধু তাই নয়, অত্যাধুনিক বৈশিষ্ট্য হিসেবে নতুন প্রজন্মের ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে, এয়ার ব্যাগ প্রটেকশন সিস্টেম, ইন্টারনেট কানেক্টিভিটির মতো দুর্দান্ত সুবিধা লক্ষ্য করা যাবে। মনে করা হচ্ছে, 2025 সাল নাগাদ গাড়িটি অস্ট্রেলিয়া জাপানসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে লঞ্চ করা হবে। তবে ভারতের বাজারে গাড়িটির লঞ্চের দিন এবং দাম সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে।

Advertisements