মারুতির নাম ভুলিয়ে দিতে পারে টাটা, ৩০০ কিমি মাইলেজ নিয়ে আসছে TATA Nano ইলেকট্রিক

রতন টাটার স্বপ্নের পাখি টাটা ন্যানো বাজারে আসার পরে সেই অর্থে হয়তো সফল হতে পারেনি। তবে টাটা কোম্পানি সর্বদা এটিকে সফল করার চেষ্টা করেছে। এবং…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

রতন টাটার স্বপ্নের পাখি টাটা ন্যানো বাজারে আসার পরে সেই অর্থে হয়তো সফল হতে পারেনি। তবে টাটা কোম্পানি সর্বদা এটিকে সফল করার চেষ্টা করেছে। এবং তাই এখন সংস্থাটি আবারও বৈদ্যুতিক অবতারে দুর্দান্ত টাটা ন্যানো চালু করতে চলেছে। টাটা মোটরস শীঘ্রই বাজারে টাটা ন্যানোর বৈদ্যুতিক অবতার চালু করতে পারে। চলুন জেনে নেওয়া যাক টাটা ন্যানোর স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Advertisements

বাজারে টাটা ন্যানো ইলেকট্রিকের আগমনের ফলে মধ্যবিত্ত মানুষের স্বপ্ন আরও এবার পূরণ হতে পারে। এই বৈদ্যুতিক গাড়ির চেহারা আগের চেয়ে আরও আকর্ষণীয় হবে। এতে অনেক আধুনিক সেফটি ফিচার দিয়েছে প্রতিষ্ঠানটি। যার ফলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে টাটা ন্যানো ইলেকট্রিক গাড়ির জন্য। টাটা ন্যানো ইলেকট্রিককে স্পোর্টি লুকে দেখা যাবে। আগের থেকে বাড়ানো হতে পারে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

Advertisements

এতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইবিডি সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, ব্লুটুথ ও ইন্টারনেট কানেক্টিভিটি, ৬ স্পিকার সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে ও রিমোট লকিংয়ের মতো ব্র্যান্ডেড ফিচার পাওয়া যাবে। গাড়িটিতে ১৫.৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া যেতে পারে। যার সঙ্গে বিএলডিসি প্রযুক্তিভিত্তিক একটি বৈদ্যুতিক মোটর সংযুক্ত করা যাবে।

TATA Nano electric

এই গাড়িটি ৭২ ভোল্টের পাওয়ার প্যাকের সাহায্যে চলতে পারে। এই গাড়ির গতি ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত গতি প্রদান করতে পারে। আপনি যদি এর ড্রাইভিং রেঞ্জের কথা বলেন, তাহলে এই গাড়িকে একবার ফুল চার্জ দিলে এটি আনুমানিক প্রায় ৩০০ কিলোমিটার রেঞ্জ বা মাইলেজ প্রদান করতে পারে। দাম হতে পারে আনুমানিক ৫ লক্ষ টাকা।

Advertisements