দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রি মানে রজনীকান্ত এক ও অনবদ্য। দীর্ঘ কয়েক বছর ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা। যার ফলে দিনের পর দিন বেড়েছে তার অগণিত ভক্তের সংখ্যা। আমরা আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণী এই অভিনেতা ইতিমধ্যে ‘শিবাজী দ্যা বস’, ‘রোবোট’, ‘রোবোট 2.0’-র মত জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদের জন্য।
স্বাধীনতার মাসে মুক্তি পেতে চলেছে বর্ষিয়ান এই অভিনেতার আলোচিত সিনেমা ‘জেলার’। যেখানে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। ইতিমধ্যে সিনেমার বেশ কয়েকটি গানের দৃশ্য রীতিমতো ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। যা সিনেমা প্রেমীদের কাছে ইতিমধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
আমরা আপনাদের জানিয়ে রাখি, রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমাটি স্বাধীনতার মাসে মুক্তি পাবে। অর্থাৎ, আজ থেকে শুরু হবে জেলার সিনেমার প্রদর্শন। উল্লেখ্য, গত 5ই আগস্ট থেকে অনলাইনে শুরু হয়েছে সিনেমাটির টিকিট বুকিং। তবে বেশিরভাগ প্রেক্ষাগৃহে টিকিট দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ব্রোকাররা কয়েকশো টাকার টিকিট বিক্রি করছে প্রায় 5,000 টাকায়।
আপনারা জানলে অবাক হবেন যে, সিনেমাটি প্রদর্শন হওয়ার আগে অনলাইন প্লাটফর্ম থেকে টিকিট বুকিংয়ের মাধ্যমে আয় করেছে প্রায় 122 কোটি টাকা! বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত তথা বিশ্ব বাজারে জেলার সিনেমাটি একাধিক রেকর্ড তৈরি করবে। আমরা আপনাদের বলি যে, সিনেমাটি শুধুমাত্র ভারতবর্ষে নয় বরং আমেরিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে লঞ্চ করা হচ্ছে।