চুরি করতে চোরেরা বিভিন্ন ধরনের বুদ্ধি বের করে থাকে। কীভাবে নিখুঁত চুরি করা যায় তা নিয়ে চোরেরা ফন্দি আঁটতে থাকে।
সম্প্রতি আমেরিকায় এক এটিএম-এ হওয়া চুরির ঘটনা দেখে সকলের চোখ একপ্রকার মাথায় উঠে গিয়েছে। সকলের একটাই প্রশ্ন, এও সম্ভব? জানা গিয়েছে, বিগত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্থ স্যাক্রামেন্টোতে একটি এটিএম-এ চুরি করার জন্য দুজন চোর একটি ফোর্কলিফট ট্রাক ব্যবহার করেছিল। যদিও শেষ অবধি এটিএমটি তুলে নিয়ে যেতে পারেনি। হ্যাঁ ঠিকই শুনেছেন।
এক কথায় চোরেরা নিজেদের কাজে ব্যর্থ হয় এবং পুলিশের তাড়া খেয়ে এক প্রকার আস্ত এটিএমটিকে রাস্তার মাঝখানে ফেলেই পালিয়ে যায়। স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফ অফিস তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই ঘটনার ফুটেজ পোস্ট করেছে। এই ভিডিওতে চোরেদের গোটা কর্মকাণ্ডের ভিডিও ফুটে উঠেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। ভিডিওতে দেখা যায়, কমলা রঙের সিকিউরিটি জ্যাকেট পরিহিত এক সন্দেহভাজন ফোর্কলিফট ট্রাকটিকে এটিএমের মধ্যে ঠেলে দেয়, যার ফলে এটিএমটি মাটিতে পড়ে যায়।
পুলিশ জানায়, “গত ২ আগস্ট সকাল সোয়া ৬টার দিকে ডাকাতির চেষ্টা করা হয়। দ্বিতীয় সন্দেহভাজন মেশিনটি নিয়ে যায়, কিন্তু তাদের “পালানোর” সময় এটিএম মেশিনটি ওয়াট অ্যাভিনিউয়ের মাঝখানে ট্রাক থেকে পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দুই সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।“
পুলিশ জানাচ্ছে, সন্দেহভাজনদের শীঘ্রই চিহ্নিত করা হবে। দুজনের বিবরণও মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। শুধু তাই নয়, সন্দেহভাজনদের যে খোঁজ দিতে পারবে তাঁদের এক হাজার ডলার পুরস্কারও দেওয়া হবে বলে ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।







