কম বাজেটে দুর্দান্ত ফিচারযুক্ত নতুন স্মার্টফোন খুঁজছেন? তাহলে রিয়েলমির Realme 10 Pro Plus আপনার জন্য দারুণ একটি অপশন। এই স্মার্টফোনটি দামে কম হলেও ফিচারের দিক দিয়ে লড়াই দিতে পারবে বেশি বাজেটের যে কোনো ফোনকে। বিশেষত এই ফোনটির ক্যামেরা রীতিমত তাক লাগিয়ে দেওয়ার মতো।
Realme 10 Pro Plus স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি + কার্ভড সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে পাবেন। এর ডিসপ্লে রেট ১২০ হার্জ। এই ফোনে আপনি ২১৬০ হার্জ হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং প্রযুক্তি দেখতে পাবেন। মোবাইলে প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর। এ ছাড়া রিয়েলমি স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে।
রিয়েলমির এই স্মার্টফোনের তিনটি সংস্করণ চালু রয়েছে। ৮ জিবি RAM + ১২৮ জিবি, ৮ জিবি RAM + ২৫৬ জিবি এবং ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। Realme 10 Pro Plus মোবাইলে ট্রিপল রিয়ার ক্যামেরা সে টআপ দিচ্ছে কোম্পানি। যার মধ্যে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা পাবেন। সেলফি ক্যামেরা হিসেবে এই মোবাইলে পাবেন ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

এই ফোনটিতে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি রয়েছে ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং। চার্জিং প্রসঙ্গে প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি ২৯ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি-র ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা এবং ৮ জিবি RAM+ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে ডিসকাউন্ট দেওয়ার পরে ফোনটি ১৮,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকায় রিয়ালমি কোম্পানির এই ফোন দুটি পেয়ে যাবেন।







