আজকেই কিনুন কম দামে বাজার সেরা ইলেক্ট্রিক স্কুটার, তালিকায় রইল একাধিক চমক

বর্তমানে ভারতসহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে নিদ্রাহীন রাত কাটাতে শুরু করেছেন নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরা। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাইক অথবা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতসহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে নিদ্রাহীন রাত কাটাতে শুরু করেছেন নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরা। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাইক অথবা স্কুটার কেনার স্বপ্ন পূরণ হলেও জ্বালানি তেলের দামের কথা ভেবে প্রায়ই গাড়ি চালাতে ভুলে গেছেন তারা। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিগত এক বছরে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধন ঘটেছে ভারতের বাজারে। আজ আমরা এই নিবন্ধে ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

1. Hero Electric Optima: এই তালিকার শীর্ষস্থানে রয়েছে হিরোর জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার Optima। বর্তমানে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের শোরুম মূল্য 67 হাজার থেকে শুরু হয়ে 85 হাজার টাকা পর্যন্ত হয়। যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী বৈশিষ্ট্যের কথা বলি, তবে গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে 140 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।

Advertisements

2. Okinawa Praise Pro: বিগত বেশ কয়েক মাস ধরে ভারতের বাজারে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে Okinawa Praise Pro ইলেকট্রিক গাড়ি। 99 হাজার টাকা দামের এই ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে সর্বোচ্চ 88 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।

3. Lectrix EV LXS: দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে 4-5 ঘন্টা সময় নেয়। সম্পূর্ণ চার্জে বাজার সেরা এই ইলেকট্রিক স্কুটারটি সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে 89 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। যদি দামের কথা বলি, তবে বর্তমানে ভারতীয় বাজারে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের শোরুম মূল্য 91 হাজার থেকে শুরু হয়।

Advertisements