Li Auto L7 EV Air: এক চার্জেই চলবে 210 KM! দেখুন Li Auto L7 EV Air গাড়ির চোখ ধাঁধানো ফির্চাস

একবিংশ শতকে বিশ্বব্যাপী গাড়ি ইন্ডাস্ট্রির উন্নতি চোখে পড়ার মতো। পেট্রোল কিংবা ডিজেলের মত তরল জ্বালানি ছেড়ে বর্তমানে এইসব গাড়ি কোম্পানিগুলি মন দিয়েছে ব্যাটারি চালিত গাড়ি…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

একবিংশ শতকে বিশ্বব্যাপী গাড়ি ইন্ডাস্ট্রির উন্নতি চোখে পড়ার মতো। পেট্রোল কিংবা ডিজেলের মত তরল জ্বালানি ছেড়ে বর্তমানে এইসব গাড়ি কোম্পানিগুলি মন দিয়েছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণে। আর সেই দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে ভারত সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের নামকরা গাড়ি কোম্পানিগুলো। যে তালিকায় নাম লিখিয়েছে টাটা, অডি, টেসলা সহ নানা কোম্পানি। পাশাপাশি ইলেকট্রিক চার্জের উপর ভরসা করে ইতিমধ্যে একাধিক নতুন কোম্পানির সেটআপ গড়ে তুলেছে বিভিন্ন দেশ। ইন্ডাস্ট্রি 4.0 যুগে গাড়ি কোম্পানিগুলি যেন রেস করছে একে অন্যের সাথে।

Advertisements

সম্প্রতি গাড়ি প্রেমীদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে Li Auto নামের একটি গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। Li Auto তাদের প্রথম মডেল L7 EV Air গাড়িটি ইতিমধ্যে বাজারজাত করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই গাড়িটি খুব শীঘ্রই বিশ্ববাজার দখল করবে বলে ধারণা করছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। চলুন জেনে নেওয়া যাক, কোম্পানির তরফ থেকে কি ধরনের ফির্চাস দেওয়া হয়েছে গাড়িটিতে-

Advertisements

Li Auto তরফ থেকে জানানো হয়েছে আপাতত সাদা, কালো এবং সিলভার রঙের গাড়ি বাজারে উপলব্ধ করতে চলেছে তারা। এছাড়া কাস্টমারদের জন্য 20 ইঞ্চি অথবা 21 ইঞ্চির রিম বেছে নেওয়ার অপশন রাখা হয়েছে। 5 সিটার এই গাড়িটিতে একটি বড় মাপের ট্যাঙ্কের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি গাড়ি নির্মাণ কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, এক চার্জেই গাড়িটি 210 KM রাস্তা অতিক্রম করবে। এছাড়া স্নাপড্রাগন 8155 চিপসেট ব্যবহার করে গাড়িটিতে গ্রাহকের চাহিদা মত সমস্ত ফেসিলিটি দেওয়া হয়েছে।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে Li L7 Air, Li L7 Pro, এবং Li L7 Max মডেলের গাড়ি বাজার থেকে কিনতে পারবেন ক্রেতারা। Li L7 Air- 38.75 লক্ষ টাকা, Li L7 Pro- 41.17 লক্ষ টাকা এবং Li L7 Max মডেলটি 46.02 লক্ষ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। চলতি বছর এপিলের শুরু থেকে গাড়িটি ডেলিভারি করা হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements