Yamaha R15 V4: 55 KM মাইলেজ! জেনে নিন, Yamaha R15 V4 ডার্ক নাইটের অবাক করা ফির্চাস এবং দাম

বর্তমানে ভারতের প্রত্যেকটি পরিবারের জন্য একটি অতি প্রয়োজনীয় বিষয় বস্তু হয়ে উঠেছে বাইক। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকের বাড়িতে উপলব্ধ রয়েছে এই জিনিসটি।…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

বর্তমানে ভারতের প্রত্যেকটি পরিবারের জন্য একটি অতি প্রয়োজনীয় বিষয় বস্তু হয়ে উঠেছে বাইক। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকের বাড়িতে উপলব্ধ রয়েছে এই জিনিসটি। তবে তরুণ প্রজন্মের ছেলে কিংবা মেয়ের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ভারতের বাজারে উপলব্ধ স্পোর্টস বাইক গুলো। দাম সাধ্যের মধ্যে না থাকার কারণে সেই বাইক কেনার স্বপ্ন সবার সত্যি হয় না। তবে Yamaha তরুণ প্রজন্মের সেই সমস্ত বাইক প্রেমীদের স্বপ্ন পূরণ করতে বাজারে নিয়ে এসেছে Yamaha R15 V4 ডার্ক নাইট মডেলটি। যা ইতিমধ্যে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে একাধিক ফির্চাস এবং দামের জন্য। চলুন জেনে নেওয়া যাক, কি কি বৈশিষ্ট্যের সাথে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে এই গাড়িটি-

Advertisements


Yamaha R15 V4 ডার্ক নাইটিতে 155 CC-এর সিঙ্গল সিলেন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। আর তার সাথে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, Yamaha R15 V4 ডার্ক নাইট গাড়িটির ইঞ্জিন 18.4 ps-এর প্যাভার এবং 14.2 nm পিক টর্ক জেনারেট করতে পারে। পাশাপাশি গাড়িটির দুই চাকায় ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। তার সাথে ডুয়াল চ্যানেলের বিপরীত লক নাইট ব্রেকিং সিস্টেম যোগ করেছে Yamaha।

Advertisements


এত কিছু সুবিধা থাকার পরেও গাড়িটির লুক রীতিমতো নজর কেটেছে বাইক প্রেমীদের। 155 CC ইঞ্জিন হওয়ার শর্তেও কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে গাড়িটি লিটার প্রতি তেলে 55.2 KM রাস্তা অতিক্রম করতে পারবে। যদি গাড়িটি আপনি ক্রয় করতে চান সে ক্ষেত্রে আপনাকে 25 হাজার টাকা নগদ এবং 1,83,201 টাকার লোন চালিয়ে যেতে হবে। এর অর্থ আপনাকে তিন বছরের মেয়াদে মাস প্রতি 5,573 টাকা লোন পরিশোধ করতে হবে। যদি গাড়িটি আপনি দিল্লির এক্স শোরুম থেকে নগদে ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে 1,81,900 টাকা।

Advertisements