বাজেট সেগমেন্টে তুফান বাইক আনছে Bajaj, স্পোর্টিং লুকের সঙ্গে দাম ৮০ হাজারের কম

আপনি যদি সাশ্রয়ী মূল্যে একটি স্টাইলিশ বাইক খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে পেয়ে যেতে পারেন একটি মনের মতো বাইকের হদিশ। যারা বাজাজ ব্র্যান্ডের উপর…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আপনি যদি সাশ্রয়ী মূল্যে একটি স্টাইলিশ বাইক খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে পেয়ে যেতে পারেন একটি মনের মতো বাইকের হদিশ। যারা বাজাজ ব্র্যান্ডের উপর আস্থা রাখেন তারা হয়তো আরো বেশি খুশি হবেন। আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে কম বাজেটের মধ্যে ভালো বাইক কেনার।

Advertisements

বাজাজ অটো খুব তাড়াতাড়ি বাজারে একটি অসাধারণ বাইক লঞ্চ করেতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ বিষয় হলো এর দাম হতে পারে মাত্র ৭৫ হাজার টাকার আশেপাশে। বাইকটি ফিচারের দিক থেকেও অন্য কোম্পানির বহু বাইককে টেক্কা দিতে পারবে বলে অনেকে আশা করছেন। ফিচারের সঙ্গে এটি প্রতি লিটারে মাইলেজও দারুণ দেবে বলে অনেকে অনুমান করছেন। ভাবছেন নিশ্চই যে আমরা কোন বাইকের কথা বলছি। আমরা যে বাইকটির কথা বলছি তা হল নতুন Bajaj Discover 125।

Advertisements

সম্প্রতি নতুন ভার্সনের Bajaj Discover 125- কে কেন্দ্র করে আলোচনা হচ্ছে খুব। লঞ্চ হওয়ার আগে অনেকে মনে করছেন যে দিল্লিতে এর এক্স শোরুমের প্রারম্ভিক মূল্য হতে পারে ৭৫ হাজার টাকার আশেপাশে। সব কিছু ঠিকঠাক থাকলে এটি আগামী দিনে হতে পারে কোম্পানির অন্যতম জনপ্রিয় সিটি সিটি বাইকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় বাহন। আসন্ন এই আপডেটেড বাইকে থাকতে পারে হ্যালোজেন হেডল্যাম্প। এছাড়া বাজেট সেগমেন্টে থাকতে চলা এই বাইকে আকর্ষণীয় প্রচুর ফিচার থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে।

Bajaj discover 125

স্পোর্টস ফোর্ক কভার গ্যাটার, ট্যাংক প্যাড, সিঙ্গেল পিস সিট, পুরু ক্র্যাশ গার্ড এবং ইউটিলিটি রাকের মতো ফিচার থাকতে পারে বলে অনুমান। বাজারে পাওয়া যেতে পারে একাধিক কালার অপশন। ১২৫ সিসির ইঞ্জিনটি হতে পারে সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ডিটিএস-আই ইঞ্জিন। এই ইঞ্জিনটি ভালো পরিমাণের বিএইচপি পাওয়া এবং এবং প্রয়োজনীয় এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। এটি একই ইঞ্জিন যা আগে বাজাজ ডিসকভার 125 এ ব্যবহৃত হয়েছিল। ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এর সঙ্গে যুক্ত থাকতে পারে । সেই সঙ্গে অবশ্যই ভালো মাইলেজের দিকটাও মাথায় রাখবেন কোম্পানি। সেফটির জন্য ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেকের কম্বিনেশন হতে পারে দাম ও ভারিয়েন্ট অনুযায়ী।

Advertisements