ইন্ডাস্ট্রি 4.0 যুগে বর্তমানে গাড়ি নির্মাণ কোম্পানিগুলি যেন প্রতিযোগিতায় নেমেছে। শুধু ভারতীয় বাজারে নয়, বিশ্ব বাজারে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি নিজেদেরকে আপডেট করতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন নতুন নতুন মডেলের আবির্ভাবের পাশাপাশি একাধিক ফির্চাস ঢেলে দিচ্ছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি প্রত্যেকটি কোম্পানি নিজেদের গ্রাহক ধরে রাখার জন্য সবচেয়ে কম দামের গাড়ি নির্মাণ করতে মন দিয়েছে। ভারতীয় বাজারে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি রয়েছে যারা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে গাড়ি নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে।
সবচেয়ে কম টাকায় গুণগত মান ভালো রেখে মধ্যবিত্তের মন পেতে এবার নয়া পরিকল্পনা নিয়ে এসেছে গাড়ি নির্মাণ কোম্পানি মারুতি সুজুকি। ভারতের বাজারে বেশ জনপ্রিয় এই কোম্পানিটি বিগত বেশ কয়েক বছর গাড়ি নির্মাণে কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল। তবে সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে নতুন মডেলের Maruti EECO গাড়ি বাজারে আনতে চলেছে মারুতি সুজুকি। যেখানে গ্রাহকদের জন্য একাধিক সুযোগ-সুবিধা রেখেছে কোম্পানিটি।
7 সিটারের এই নতুন গাড়িতে একাধিক জিনিস আপগ্রেড করেছে কোম্পানিটি। নানাবিধ সফটওয়্যারের পাশাপাশি গাড়িটির ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এছাড়া অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের পাশাপাশি রিভাস সেন্সর লাগানো হয়েছে গাড়িটিতে।
গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটিতে ডাবল এয়ার ব্যাক দিতে চলেছে তারা। তাছাড়া 89 bhp পাওয়ারের ইঞ্জিন 5 স্পিড ট্রান্সমিশনে চলবে বলে দাবী করা হয়েছে। পাশাপাশি লিটার প্রতি জ্বালানিতে 16.11 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে গাড়িটি বলে জানিয়েছে মারুতি সুজুকি। যদি দামের কথা বলি, তবে ভারতীয় বাজারে আনুমানিক 5 লক্ষ টাকায় Maruti EECO গাড়িটির মালিক হতে পারবেন আপনি।