বর্তমানে ভারত সহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা। সারা জীবনের সঞ্চয় দিয়ে শখের বাইক অথবা স্কুটার কিনলেও জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বাইক চালাতে ভয় পাচ্ছেন তারা। ফলে বিশ্ববাজারে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা তুঙ্গে। সবচেয়ে কম খরচে সর্বাধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে বেশি ঝুঁকছেন গ্রাহকরা। আজ আমরা আপনাদের এমন তিনটি ইলেকট্রিক স্কুটারের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেগুলো কিনতে ব্যয় করতে হবে নামমাত্র টাকা। চলুন দেখে নেওয়া যাক, স্বল্প মূল্যের স্কুটারের তালিকা-
1. Hero Eddy: এই তালিকায় সবচেয়ে বেশি দামের স্কুটারটির নাম Hero Eddy। ব্যয় সংকুল ইলেকট্রিক স্কুটারের তালিকায় তৃতীয় নম্বরে আছে এটি। আপনি চাইলে বাজার থেকে মাত্র 72 হাজার টাকায় ক্রয় করতে পারবেন স্কুটারটি। যদি এর অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, কম দামের এই ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে সর্বোচ্চ 85 কিলোমিটার পর্যন্ত রেঞ্চ দিতে সক্ষম। যা সর্বোচ্চ 25 কিলোমিটার গতিতে চলতে পারে। গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে 5 ঘন্টার মত সময় লাগবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।
2. Optima CX: এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Hero কোম্পানির আরও একটি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার। 67 হাজার টাকা মূল্যের এই ইলেকট্রিক স্কুটারে পোর্টেবল ব্যাটারি সংযুক্ত করার মত সুবিধা দেওয়া হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে 82 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।
3. Flash LX: তালিকার সবচেয়ে সস্তা স্কুটার হিসেবে জায়গা করে নিয়েছে হিরোর Flash LX। সর্বোচ্চ 25 কিলোমিটার গতিতে চলতে পারা এই ইলেকট্রিক স্কুটারটির বাজার মূল্য 59 হাজার টাকা। পোর্টেবল ব্যাটারিযুক্ত এই ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে সর্বোচ্চ 85 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র 5 ঘন্টা সময় নেয় বলেও জানানো হয়েছে।