Electric scooter: 300 KM মাইলেজের ইলেক্ট্রিক স্কুটার কিনুন মাত্র 15 হাজার টাকায়! রয়েছে চোখ ধাঁধানো ফির্চাস

জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে মনের মত স্কুটার কিনতে পাচ্ছেন না? অথবা কিনলেও প্রয়োজন ব্যতীত চালাতে পারছেন না? তাহলে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে মনের মত স্কুটার কিনতে পাচ্ছেন না? অথবা কিনলেও প্রয়োজন ব্যতীত চালাতে পারছেন না? তাহলে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে এমন একটি ইলেকট্রিক স্কুটারের কথা আপনাদের জানাতে চলেছি যে, এক চার্জে গাড়িটির রেঞ্জ জানলে রীতিমতো অবাক হবেন আপনি। Simple one extra range electric scooter এই দুর্মূল্যের বাজারে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই ইলেকট্রিক স্কুটারের অবাক করা কিছু বৈশিষ্ট্য-

Advertisements

শুধু মাইলেজ নয়, Simple one extra range electric scooter-এ আপনি দেখতে পাবেন অসাধারণ কিছু ফির্চাস। গাড়িটিতে 4.8kwh+1.6kwh এর দুটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই গাড়িতে এমন একটি দুর্দান্ত মটর ব্যবহার করা হয়েছে যার শক্তি প্রায় 8,500 RPM। যা গাড়িটিকে সর্বোচ্চ 105 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। তাছাড়া গাড়িটি মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার গতি তুলতে পারে।

Advertisements

শক্তিশালী এই গাড়িটির মোট ওজন 110 কেজি এবং এই গাড়িতে অতিরিক্ত 30 লিটল স্টোরেজ রাখা হয়েছে। যদি গাড়িটির চার্জের কথা বলি তবে বাড়িতে সরাসরি চার্জ করতে পারবেন গাড়িটি। তাছাড়া গাড়িটি সম্পূর্ণ চার্জ করতে মাত্র 3.5 ঘন্টা সময় লাগে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে গাড়িটি ক্রয় করতে হলে একসঙ্গে লক্ষাধিক টাকা খরচ করতে হবে না আপনাকে। গাড়িটি ক্রয় করতে হলে এর যেকোনো শোরুমে গিয়ে মাত্র 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটি বাড়ি নিয়ে আসতে পারবেন। এরপর মাসিক কিস্তিতে গাড়িটির বাকি দাম পরিশোধ করার সুযোগ পাবেন আপনি।

Advertisements