বর্তমানে ভারত সহ বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে দুশ্চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা। ফলে বিশ্ববাজারে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের চাহিদা তুঙ্গে। সবচেয়ে কম খরচে সর্বাধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে বেশি ঝুঁকছেন গ্রাহকরা। গ্রাহকের চাহিদা মাথায় রেখে বর্তমানে ভারতের একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের বাইক নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক বাইক নির্মাণে মনোনিবেশ করেছে। এই তালিকায় নাম লিখিয়েছে Hero, TVS-এর মতো বৃহৎ কোম্পানি গুলো।
শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Hero গত বছর ভারতের বাজারে তাদের Vida V1 মডেলের ইলেকট্রিক স্কুটার দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। যার মধ্যে একটি Vida V1 এবং অন্যটি Vida V1 Plus নামে পরিচিত। জানলে অবাক হবেন, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার পৃথিবীর একমাত্র স্কুটার, যেটি 24 ঘন্টা নন-স্টপ চলতে সক্ষম। শুধু তাই নয়, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি পরীক্ষণমূলকভাবে 24 ঘন্টায় 1780 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে বলে দাবি করেছে Hero।
যদি বাজার সেরা শক্তিশালী এই ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে দুর্দান্ত এই গাড়িটি মাত্র 3.2 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার গতি তুলতে সক্ষম। পাশাপাশি, স্কুটারটি সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া এতে LED হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল, ডিস্ক ও ড্রাম ব্রেকের মতো সুবিধা রয়েছে।
যদি দুর্দান্ত এই স্কুটারের দামের কথা বলি, সেক্ষেত্রে Vida V1 স্কুটারের বর্তমান মূল্য মূল্য 1.26 লাখ থেকে শুরু করে 1.28 লাখ টাকা পর্যন্ত হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কুটারটি বর্তমানে ফ্লিপকার্ট থেকেও বুকিং করা যাবে। সেক্ষেত্রে মাত্র 13 হাজার টাকা খরচ করতে হবে আপনাকে। এছাড়া বাকি টাকা সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন আপনি।







