Bajaj Platina: মাত্র 5,999 টাকায় কিনুন স্বপ্নের বাইক, 70 KM মাইলেজ সহ চোখ ধাঁধানো ফির্চাস নিয়ে এলো Bajaj Platina

শিরোনাম দেখে নিঃসন্দেহে অবাক হয়েছেন আপনিও। তবে বিস্ময়কর হলেও এমনই চোখ ধাঁধানো অফার নিয়ে বাজারে নিজেদের গাড়ি বিক্রি করছে Bajaj। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্ট…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

শিরোনাম দেখে নিঃসন্দেহে অবাক হয়েছেন আপনিও। তবে বিস্ময়কর হলেও এমনই চোখ ধাঁধানো অফার নিয়ে বাজারে নিজেদের গাড়ি বিক্রি করছে Bajaj। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্ট করে ভারতবর্ষের যে প্রান্তের Bajaj শোরুম থেকে Bajaj Platina গাড়িটি চাইলে আপনিও ক্রয় করতে পারবেন। গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি মানুষের জন্য এই অফার উপলব্ধ থাকবে তাদের নিজস্ব শোরুমে।

Advertisements

নতুন অফারের অধীনে আপনি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্ট করে স্বপ্নের গাড়িটি ঘরে তুলতে পারেন। শুধু ডাউন পেমেন্টের ক্ষেত্রেই যে Bajaj চোখ ধাঁধানো অফার নিয়ে এসেছে এমনটা নয়, ক্রেতার উপর থেকে বাড়তি চাপ কমাতে শোরুমে মাত্র 2,999 টাকার মাসিক প্লানের ব্যবস্থা করেছে জনপ্রিয় এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। যদি গাড়িটির আসল দামের কথা বলি, সেক্ষেত্রে মাত্র 72,864 টাকায় পূরণ করতে পারবেন আপনার স্বপ্ন।

Advertisements

Bajaj Platina গাড়িটি 110cc ইঞ্জিন সহ বর্তমানে বাজারে উপলব্ধ রয়েছে। সাথে 11 লিটারের জ্বালানি স্টোরেস রয়েছে গাড়িটিতে। এছাড়া গাড়িটির লুকিং এবং ডিজাইনে একাধিক আপডেট করা হয়েছে বলেও দাবি করেছে কোম্পানি। যদি মাইলেজের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গাড়িটি প্রতি লিটার তেলে 90 KM রাস্তা অতিক্রম করতে সক্ষম। তবে ক্রেতাদের দেওয়া বিভিন্ন প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, গাড়িটি 70 KM পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। তবে এই মাইলেজ কম বা বেশি হবে তার সম্পূর্ণ নির্ভর করছে গাড়িটি কিভাবে ড্রাইভিং করা হচ্ছে তার ওপর।

Advertisements