Bajaj NS250-এর পর এবার ভারতের বাজার কাঁপাতে লঞ্চ হতে চলেছে Bajaj NS200। জানা যাচ্ছে, আধুনিক বৈশিষ্ট্য সম্মিলিত এই গাড়িটি বিভিন্ন রঙে উপলব্ধ হবে ভারতের বাজারে। শুধু তাই নয়, শক্তিশালী এই গাড়িটি নিজের অবিশ্বাস্য ফির্চাস দিয়ে পাগল করে তুলবে গ্রাহকদের বলেও দাবি করা হচ্ছে কোম্পানির তরফ থেকে। সম্প্রতি বাজাজ অটো পালসার NS200-এর একটি টিজার টিজ করেছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলা Bajaj Pulsar NS200cc গাড়ির দাম ঘোষণা করতে পারে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বাইকটির ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল-চ্যানেল ABS সহ বেশ কিছু মেকানিক্যাল আপডেট পাবেন গ্রাহকরা। তবে নতুন Bajaj Pulsar NS200 বাইকের ইঞ্জিনে কোন রকম পরিবর্তন আনেনি কোম্পানি। পুরনো বাইকের মতো এই গাড়িতেও 199.5cc সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন লক্ষ্য করা যাবে। যা 6টি স্পিড গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং 24.1 bhp এবং 18.74 Nm পিক টর্ক জেনারেট করবে।

জানা যাচ্ছে, আপডেট ভার্সন Bajaj Pulsar NS200cc গাড়ির লুকিয়ে বেশ কিছুটা পরিবর্তন আনতে চলেছে কোম্পানি। এর দুই চাকায় ডুয়াল-চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) পাবেন গ্রাহকরা। মনে করা হচ্ছে, গাড়িটি আপডেট করার ফলে এর দাম কিছুটা বৃদ্ধি পাবে। তবে নতুন Bajaj Pulsar NS200 গাড়িটি বাজারে বিভিন্ন কালারে উপলব্ধ থাকবে। মনে করা হচ্ছে, Pulsar NS200cc গাড়ির নতুন ভেরিয়েন্টের দাম ভারতীয় বাজারে 1.40 লাখ টাকা (এক্স-শোরুমে) পর্যন্ত হতে পারে। যদি শক্তিশালী এই গাড়িটির মাইলেজের কথা বলি, সেক্ষেত্রে লিটার প্রতি তেলে 36 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে Bajaj Pulsar NS200।







