Bajaj Chetak: ১০৮ কিঃমিঃ মাইলেজ সহ দুর্ধর্ষ লুক, নতুন অবতারে স্কুটার লঞ্চ করল Bajaj

বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষদের কাছে গাড়ি চালানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের প্রধান এবং প্রথম চাহিদা হয়ে উঠেছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষদের কাছে গাড়ি চালানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের প্রধান এবং প্রথম চাহিদা হয়ে উঠেছে একটি ইলেকট্রিক স্কুটার। ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনের পর দিন এতটাই বৃদ্ধি পাচ্ছে যে, বিভিন্ন কোম্পানি তাদের পেট্রোল চালিত বাইক কিংবা স্কুটারের উৎপাদন বন্ধ করে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মন দিয়েছে।

Advertisements

দীর্ঘ কয়েক বছর ধরে Bajaj একের পর এক স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে। তবে সেগুলি তেমনভাবে গ্রাহকদের কাছে আকর্ষণ সৃষ্টি করতে না পারলেও এবার বাজাজের ইলেকট্রিক স্কুটার (Bajaj Chetak) হয়ে উঠেছে গ্রাহকদের কাছে জনপ্রিয়। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতীয় বাজারে Bajaj Chetak ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে কোম্পানিটি।

Advertisements

সদ্য লঞ্চ হওয়া Bajaj Chetak ইতিমধ্যে তার অবিশ্বাস্য ফির্চাসের কারণে গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কোম্পানির তরফ থেকে প্রথমেই জানানো হয়েছে, তাদের দুর্ধর্ষ এই গাড়িটি এক চার্জে ১০৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। তাছাড়া এর কিলার লুক ইতিমধ্যে গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

যদি Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম নমুনা দেখতে পাবেন আপনি। টু-টোন‌ সিট, রিয়ার ভিউ মিরর, ইউএসবি চার্জিং পোর্ট, এবিএস ব্রেকিং সিস্টেমের মতো সুবিধা লক্ষ্য করা যাবে। যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, ৫০.৪V/৬০.৪Ah-এর শক্তিশালী ব্যাটারি প্যাক দেখতে পাবেন। যা একবার সম্পূর্ণ চার্জ হতে ৫-৬ ঘন্টা সময় নেয় বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি ভারতীয় বাজারে Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, তবে অন রোড এই গাড়িটির মূল্য মাত্র ১.৫২ লাখ টাকা।

Advertisements