ধীরে ধীরে ভারতের বাজারে Tata, Hyundai, Honda কোম্পানির সাথে কোম্পানির গাড়িগুলোর সাথে সরাসরি প্রতিযোগিতা করতে শুরু করেছে Maruti Suzuki Fronx। নতুন এই গাড়িটির কিলার লুক এবং চোখ ধাঁধানো অভ্যন্তরীণ ডিজাইন, ইতিমধ্যে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি গাড়িটির অফুরন্ত ফির্চাস পাগল করে তুলেছে গ্রাহকদের। আজ আমরা এই নিবন্ধে Maruti Suzuki Fronx গাড়ির দাম, সহজ EMI এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চলেছি-
এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে দুটি ইঞ্জিন বিকল্প ব্যবহার করেছে কোম্পানি। প্রথমটিতে 1 লিটারের K সিরিজ টার্বো বুস্টারজেট পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা স্মার্ট হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে আসে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 99 হর্সপাওয়ার এবং 147 এনএম টর্ক (Torque) তৈরি করে। এছাড়া দুর্দান্ত এই গাড়িতে দ্বিতীয় বিকল্প হিসেবে রয়েছে 1.2 লিটারের K সিরিজের ডুয়াল জেট ইঞ্জিন, যা সর্বোচ্চ 89 হর্সপাওয়ার এবং 113 এনএম টর্ক শক্তি উৎপন্ন করে।
শুধু তাই নয়, দুটি ইঞ্জিনের সঙ্গেই মিলবে 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং 6-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। যা গ্রাহকদের কাছে গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। এছাড়া Maruti Suzuki Fronx গাড়িতে রয়েছে 360 ডিগ্রি অত্যাধুনিক ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), হিল-হোল্ড অ্যাসিস্ট এবং যাত্রীদের নিরাপত্তার জন্য 6টি এয়ারব্যাগের মত সুবিধা।
যদি শক্তিশালী এই গাড়িটির দামি কথা বলি, তবে এর বেস মডেল ফ্রাঙ্কস সিগমার বর্তমান বাজার মূল্য 8,37,661 টাকা। যদি আপনি 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটি করে করেন সেক্ষেত্রে পরবর্তী 60 মাসের জন্য 9% সুদে মাসিক কিস্তি হিসাবে 15,313 টাকা দিতে হবে। এছাড়া যদি Maruti Suzuki Franks-এর ডেল্টা ম্যানুয়াল ভেরিয়েন্ট 1 লাখ টাকায় ক্রয় করেন, সেক্ষেত্রে বাকি থাকা 8,31,924 টাকা আপনি 9% সুদে 60 মাসের জন্য 17,269 টাকার মাসিক কিস্তি প্রদান করতে হবে।