Kawasaki W175: কম দামে পাবেন ‘বুলেটের’ মজা, দেখে নিন Kawasaki W175 বাইকের চোখ ধাঁধানো ফির্চাস এবং দাম

বাইক প্রেমীদের জন্য এবার সুখবর নিয়ে এলো জাপানি বাইক নির্মাতা Kawasaki। সম্প্রতি ভারতের বাজারে নতুন বাইক Kawasaki W175 লঞ্চ করেছে জাপানি এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান।…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

বাইক প্রেমীদের জন্য এবার সুখবর নিয়ে এলো জাপানি বাইক নির্মাতা Kawasaki। সম্প্রতি ভারতের বাজারে নতুন বাইক Kawasaki W175 লঞ্চ করেছে জাপানি এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। পাশাপাশি দাবি করা হচ্ছে এটাই ভারতীয় বাজারে তাদের সবচেয়ে সস্তা বাইক। নতুন এবং আপডেট হওয়া বৈশিষ্ট্য এবং Yamaha RX100 লুকে ভারতে আসছে এই বাইকটি। সূত্রের খবর, বাজার কাঁপাতে আশা এই বাইকটি বুলেটের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই কাওয়াসাকি মোটরসাইকেলটি সম্প্রতি লঞ্চ হওয়া নতুন রয়্যাল এনফিল্ড হান্টারের দামের চেয়েও কম দামে পাওয়া যাবে।

Advertisements

দেখুন Kawasaki W175 এর নতুন আপডেট করা বৈশিষ্ট্য গুলি কি-
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটিতে হাই পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যাতে বাজারে থাকা সমস্ত গাড়িকে টক্কর দিতে পারে। নতুন Kawasaki W175 এর ইঞ্জিন এবং পাওয়ার সম্পর্কে কথা বলতে গেলে এতে একটি 177cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে জাপানি এই কোম্পানিটি। যা 13 PS শক্তি এবং 13.2 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে। পাশাপাশি রেট্রো স্টাইলের এই মোটরসাইকেলে একটি 5 স্পিড গিয়ারবক্স দেখা যাবে। কাওয়াসাকির এই মোটরসাইকেলটি মূলত দুটি রং-এ পাওয়া যাবে। আবলুস এবং স্পেশাল এডিশন রেডের মতো রঙের দুটি বিকল্প ভারতীয় বাজারে উপলব্ধ হবে।

Advertisements

গাড়িটিতে অ্যানালগ ওডোমিটার, ট্রিপ মিটার, স্পিডোমিটার, হ্যালোজেন হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটরের পাশাপাশি স্পোক হুইল থাকবে। এতো সুবিধা যুক্ত গাড়িটির দাম শুনলে চমকে যাবেন আপনিও। লাক্সারি মডেলের এই গাড়িটি ভারতের বাজারে যেকোনো প্রিমিয়াম বাইকের চেয়েও কম। Kawasaki-র তরফ থেকে জানানো হয়েছে, ভারতের বাজারে এই বাইকের দাম হবে আনুমানিক 1.47 লক্ষ টাকা। তাছাড়া আপনি যখন এই বাইকটি কিনবেন, তখন আপনি একাধিক অফারও পাবেন।

Advertisements