Maruti Creta-র চির প্রতিদ্বন্দ্বী এলো বাজারে! 40kmpl মাইলেজ সহ রয়েছে দামদার ফির্চাস

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি Maruti Suzuki এবার নিজেদের সর্বাধিক বিক্রি হওয়া SUV Creta-র চির প্রতিদ্বন্দ্বী গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। জানা যাচ্ছে, খুব…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি Maruti Suzuki এবার নিজেদের সর্বাধিক বিক্রি হওয়া SUV Creta-র চির প্রতিদ্বন্দ্বী গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই Maruti Suzuki তাদের পুরনো মডেল Maruti Swift-কে নতুন রূপে লঞ্চ করতে চলেছে। তবে নতুন এই গাড়িটিকে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের ক্যাটাগরিতে নিয়ে যেতে ডিজাইন সহ ইঞ্জিনে একাধিক পরিবর্তন করেছে Maruti। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, নতুন Maruti Swift-এর দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

Advertisements

চলতি বছরের শেষ লগ্নে কিংবা আগামী বছরের শুরুতে নিজেদের জনপ্রিয় গাড়ি Maruti Swift-এর দুটি ভিন্ন মডেল লঞ্চ করতে পারে Maruti। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে গাড়ি দুটির একাধিক বৈশিষ্ট্য এসেছে প্রকাশ্যে। মনে করা হচ্ছে, নতুন Maruti Swift-এ 1197cc-K সিরিজের ডুয়াল জেট ইঞ্জিন ব্যবহার করা হবে। যেটি 4400 rpm-এ 113Nm টার্ক এবং 6000 rpm এ 88.50bhp-র ক্ষমতা প্রদান করবে।

Advertisements

5-সিটারের নতুন এই SUV গাড়িতে একটি 37 লিটারের বিশাল জ্বালানি ট্যাঙ্ক প্রদান করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। শুধু তাই নয়, দুর্দান্ত এই গাড়িটি লিটার প্রতি তেলে প্রায় 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে বলে দাবি করেছে Maruti Suzuki।

পাশাপাশি এই গাড়িটির যদি অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে ফুল ওয়ার্নিং লাইট, ক্রুজ কন্ট্রোল, এয়ার কন্ডিশনার, হিটার, আটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম এবং নেভিগেশন সিস্টেমের মত অত্যাধুনিক সুবিধা দেওয়া হয়েছে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, শক্তিশালী এই গাড়িটির বিক্রয় মূল্য ভারতীয় বাজারে কত হবে সে বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ করেনি Maruti Suzuki।

Advertisements