বিগত কয়েক মাসে ইলেকট্রিক বাহনের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে অনেকটা। পেট্রোল, ডিজেলের গাড়ির বদলে ভারতীয় গ্রাহকদের অনেকে বেছে নিচ্ছেন বিদ্যুৎ চালিত গাড়ি। শহুরে রাস্তা এবং ট্রাফিকের জন্য স্কুটার বেশ উপযোগী। দেশী বিদেশী বহু ব্র্যান্ড নতুন নতুন স্কুটার লঞ্চ করছে ইলেকট্রিক ভার্সনে। ভারতীয় বহু কোম্পানির ইলেকট্রিক স্কুটার পাওয়া যায়। যার মধ্যে এখনও পর্যন্ত গ্রাহকদের অন্যতম পছন্দের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড Ola। Ola S1 সিরিজের বহু স্কুটার এখন রাস্তায় দেখতে পাওয়া যায়। Ola যে টেক্কা দিয়ে ইলেকট্রিক স্কুটার মার্কেটে গ্রিপ পেতে চাইছে হেরো। Hero Photon Electric হতে পারে কোম্পানির তুরুপের তাস।
হিরো ইলেকট্রিক ফোটন নামে পরিচিত এই বৈদ্যুতিক স্কুটারটি ১২০০ ওয়াটের নূন্যতম পাওয়ার এবং সর্বাধিক ১৮০০ ওয়াটার সর্বোচ্চ শক্তি সম্পন্ন মোটর নিয়ে পাওয়া যায় বাজারে। এর সাথে এই স্কুটারটি ১০৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেওয়ার মতো ক্ষমতা রাখে বলে জানা গিয়েছে । লং রাইডের ক্ষেত্রেও এই স্কুটার হতে পারে বেশ আরামদায়ক। স্কুটারটির ডিজাইন রাখা হয়েছে ক্লাসিক লুকে। আধুনিকতা এবং ক্লাসিক লুকের মিশ্রণ গ্রাহকদের নজরে যে পড়তে বাধ্য সেটা আর বলার অপেক্ষা রাখে না।
হিরো ইলেকট্রিক ফোটনের ইঞ্জিনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার, যা শহুরে ও শহরতলির জন্য যথেষ্ট। আপনি সহজেই শহুরে ট্র্যাফিকে এটি এই স্কুটার সহজে চালাতে পারবেন। এই স্কুটারে ব্যবহৃত রিমাইন্ডার ব্যাটারি ১.৮৭ কিলোওয়াট আর, যা দীর্ঘ ভ্রমণের জন্য যথেষ্ট। এই ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় ৫ ঘণ্টা সময় নেয় এবং ফুল চার্জ হওয়ার পর সহজেই ১০৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

শো রুমে ফোটন ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ১ লক্ষ ১০ হাজার ০০০ টাকা থেকে শুরু হয়। তবে কিছু ডিলারশিপে আপনি এর দাম কম পেতে পারেন। চাইলে হিরো ইলেকট্রিকের ডিলারশিপ বা কোম্পানির ওয়েবসাইট থেকে এই স্কুটারটি কিনতে পারেন।







