টেনশনের দিন শেষ, সকলের পছন্দের Hero Splendor দেবে ২৪০ কিমি মাইলেজ

বছরের পর বছর ধরে সাধারণ মানুষের মনে জায়গা করে রেখেছে Hero Splendor। ভারতের বাজেট সেগমেন্টের অটোমোবাইল বাজারে আধিপত্য বিস্তার করে রেখেছে জনপ্রিয় এই বাইক। এখন…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বছরের পর বছর ধরে সাধারণ মানুষের মনে জায়গা করে রেখেছে Hero Splendor। ভারতের বাজেট সেগমেন্টের অটোমোবাইল বাজারে আধিপত্য বিস্তার করে রেখেছে জনপ্রিয় এই বাইক। এখন শোনা যাচ্ছে আগামী দিনে আরও বেশি মাইলেজ দিতে চলেছে Hero Splendor। যুগর সঙ্গে তাল মিলিয়ে বাইকে করা হবে একাধিক পরিবর্তন।

Advertisements

পেট্রোল, ডিজেল পেরিয়ে এখন শুরু হয়েছে ইলেকট্রিক গাড়ির জমানা। আজকাল বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রচুর উন্মাদনা রয়েছে। আসলে এই ধরণের বাহনের রক্ষণাবেক্ষণের খরচ কম, পেট্রোল ও ডিজেল নিয়ে কোনও টেনশন থাকে না। Hero সেই পথেই এবার চলেছে। দারুণ রেঞ্জ এবং আকর্ষণীয় ফিচারের সঙ্গে দেখা যাবে কোম্পানির আপডেটেড ভার্সনের এই বাইক।

Advertisements

এই ইলেকট্রিক বাইকটিতে আপনার একই অ্যালয় এবং ফেন্ডার থাকবে যা পুরানো মডেলে দেখা যায়। তবে ট্যাঙ্কের ডিজাইন কিছুটা পরিবর্তন করা হতে পারে কারণ এই জায়গায় বৈদ্যুতিক ফিটিংসের সাথে ব্যাটারি প্যাক জায়গা করে নিতে পারে। সিট, টেইল লাইট এবং ফ্রন্ট লাইট একই থাকবে।

Hero splendor electric

কোম্পানির পক্ষ থেকে বাইকটিতে হয়তো ৪ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি প্যাক দিতে পারে। ফলে এই ১২০ কিমি রেঞ্জ পাবেন। যদি ৬ কিলোওয়াট ব্যাটারি থাকে তাহলে ১৮০ কিলোমিটার এবং ৮ কিলোওয়াট ব্যাটারি প্যাক থাকলে ২৪০ কিলোমিটার রেঞ্জ পাবেন। তবে কবে নাগাদ এই বাইকটি লঞ্চ করা হবে সে বিষয়ে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেয়নি সংস্থা। বর্তমানে বাজারে এই রেঞ্জের কোনো ইলেকট্রিক স্কুটার বা মোটরসাইকেল বাজেটে পাওয়া যায় না। কোম্পানির হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক কনভার্সন কিটের দাম ৩৫,০০০ টাকা। এতে একটি বৈদ্যুতিক মোটর, ব্যাটারি প্যাক, চার্জার এবং কন্ট্রোলার পাবেন।

Advertisements