সেগমেন্টের সেরা বাইক, ৫৫ কিমি মাইলেজের সঙ্গে ঠাসা ফিচার, আর কী চাই

৫৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ নিয়ে হিরো মোটোকর্প সম্প্রতি তাদের নতুন মোটরসাইকেল সুপার স্প্লেন্ডার এক্সটেক লঞ্চ করেছে। পুরানো বাইকটিতে কিছু পরিবর্তন এনে এই নতুন ভ্যারিয়েন্ট…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

৫৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ নিয়ে হিরো মোটোকর্প সম্প্রতি তাদের নতুন মোটরসাইকেল সুপার স্প্লেন্ডার এক্সটেক লঞ্চ করেছে। পুরানো বাইকটিতে কিছু পরিবর্তন এনে এই নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেকের এই শক্তিশালী বাইকটি বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।

Advertisements

এটি ১২৫ সিসি সেগমেন্টে সেরা পারফর্মিং বাইক। বাইকটিতে রয়েছে ১২৪.৭ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১০.৭ বিএইচপি পাওয়ার এবং ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি একটি ৫ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। কোম্পানির মতে, সুপার স্প্লেন্ডার এক্সটেক প্রতি লিটারে ৬৮ কিলোমিটার মাইলেজ দেয়। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়াও হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক-এ পাবেন ডিজিটাল স্পিডোমিটারে ব্লুটুথ কানেক্টিভিটি। ব্যবহারকারীরা এর মাধ্যমে স্মার্টফোনটি সংযুক্ত করতে পারবেন এবং সেখানে কল ও এসএমএস অ্যালার্টের তথ্য দেখতে পারবেন।

Advertisements

 

এছাড়াও রিয়েল টাইম মাইলেজ ও সাইড স্ট্যান্ড, লো ফুয়েল, হাই বিম এবং আইথ্রিএস তথ্যও পাওয়া যাবে এই বাইকটিতে। এটিতে একটি ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি পাতলা নিষ্কাশন পাইপ রয়েছে। বর্তমানে হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক-এ ৩টি কালার অপশন দেখতে পাওয়া যায়। সুপার স্প্লেন্ডার এক্সটেকের এক্স-শোরুম মূল্য ৮৩,৩৬৮ টাকা থেকে ৮৭,২৬৮ টাকা পর্যন্ত বলা হচ্ছে। একই সঙ্গে এর অনরোড মূল্য হতে পারে প্রায় ৯৮ হাজার থেকে ১ লাখ ৩ হাজার টাকা পর্যন্ত। হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেকের এই বাইকটি আপনার জন্য খুব ভালো বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে।

Advertisements