Royal Enfield Scram 411: হোলির ধামাকা অফার, মাত্র 24 হাজার টাকায় কিনুন Royal Enfield Scram 411

কার না স্বপ্ন নেই একটি সুপার বাইকের মালিক হওয়ার? আর সেই বাইক যদি হয় Royal Enfield, তবে তো কোন কথাই নেই। ভারতের তরুণ প্রজন্মের বালকেরা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

কার না স্বপ্ন নেই একটি সুপার বাইকের মালিক হওয়ার? আর সেই বাইক যদি হয় Royal Enfield, তবে তো কোন কথাই নেই। ভারতের তরুণ প্রজন্মের বালকেরা Royal Enfield বাইককে একেবারে পরিবারের সদস্য মনে করতে বেশি পছন্দ করে থাকে। আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, প্রত্যেকের স্বপ্ন থাকে সুপার বাইক Royal Enfield-এর মালিক হওয়ার। আজ আমরা এই নিবন্ধে আপনাদের এমন একটি প্লান সম্পর্কে অবহিত করতে চলেছি, যে প্লানের ভিত্তিতে আপনারা মাত্র 24 হাজার টাকা খরচ করে Royal Enfield Scram 411cc গাড়ির মালিক হতে পারবেন।

Advertisements

কিভাবে এই প্লানে আপনি গাড়ি কিনবেন তা জানার আগে চলুন জেনে নেওয়া যাক গাড়িটির চোখ ধাঁধানো বৈশিষ্ট্য সম্পর্কে। এই গাড়িতে 411cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা এটিকে 6500 RPM-এ 24.31 শক্তি দেয় এবং যদি সর্বাধিক টর্কের কথা বলি, তাহলে এটি 4500RPM-এ 32Nm এ টর্ক তৈরি করে। এছাড়াও এই গাড়িটির ট্যাঙ্কে সর্বোচ্চ 15 লিটার জ্বালানি ধারণ ক্ষমতা রয়েছে।

Advertisements

যদি শক্তিশালী এই গাড়িটির মাইলেজের কথা বলি, সে ক্ষেত্রে প্রতি তেলে গাড়িটি 38.3 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। শুধু তাই নয়, 0-80 কিলোমিটার গতি তুলতে গাড়িটির প্রয়োজন হয় মাত্র 6.5 সেকেন্ড। তাছাড়া 100 কিলোমিটার গতি তুলতে গাড়িটি মাত্র 11 সেকেন্ড সময় নেয়। যদি গাড়িটির রঙের কথা বলি, তবে বর্তমানে ভারতীয় বাজারে পাঁচটি আলাদা কালারে পাওয়া যাচ্ছে Royal Enfield Scram 411cc-র সুপার বাইকটি।

যদি গাড়িটির দামের কথা বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে গাড়িটি দিল্লির এক্স শোরুম থেকে সমস্ত ট্যাক্স এবং ফিস দিয়ে মাত্র 2,40,356 টাকায় কিনতে পারেন আপনি। এই নিবন্ধে আমরা আপনাদের আরও জানাতে চলেছি যে, কিভাবে মাত্র 24 হাজার টাকায় গাড়িটি ক্রয় করতে পারবেন। ভারতীয় গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান Royal Enfield হোলির ধামাকা অফার দিয়েছে নিজের গ্রাহকদের জন্য। এই অফারের আওতায় আপনি মাত্র 24 হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটি ক্রয় করতে পারেন। যদি 36 মাসের জন্য প্ল্যান নেন, তাহলে 6% ব্যাঙ্কের সুদ অনুযায়ী, আপনাকে প্রতি মাসে 6582 টাকা পরিশোধ করতে হবে।

Advertisements