Ather-Bajaj-Ola-র মত দামদার ইলেকট্রিক স্কুটারের সাথে প্রতিযোগিতা করতে খুব শীঘ্রই ভারতের বাজারে আসছে হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার। বর্তমানে ভারত তথা বিশ্বের প্রতিটি প্রান্তে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েই চলেছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে একাধিক কোম্পানি নিজেদের চিরাচরিত জ্বালানি তেলের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। TVS, Hero-র মত সংস্থা অনেক আগেই পরিস্থিতি বুঝতে পেরে একাধিক ধাসু ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে। এবার সেই পথে হাঁটতে চলেছে হোন্ডাও।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের বাজারে হোন্ডার প্রথম এই ইলেকট্রিক স্কুটারটি Honda EM1 নামে লঞ্চ করা হবে। যা সরাসরি Ather, Bajaj এবং Ola এর মত ইলেকট্রিক স্কুটারের সাথে প্রতিযোগিতা করবে বলে মনে করছেন গাড়ি নির্মাণ সংস্থার কর্মকর্তারা। শুধু তাই নয়, ভারতের বাজারে আসতে চলা নতুন এই ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য এবং ড্যাশিং লুক, প্রথম থেকেই গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

যদি এই নিবন্ধে ইলেকট্রিক স্কুটার Honda EM1-এর অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি তবে প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, গাড়িটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, এলইডি লাইট, স্টার্ট বোতাম, স্টোরেজ ক্ষমতা এবং আরও অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য দেখা যাবে।

এখানেই শেষ নয়, হোন্ডার নতুন এই ইলেকট্রিক স্কুটারে 2.2kwh ক্ষমতা সহ একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। যা এক চার্জে 40 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে। শুধু তাই নয়, হোন্ডা স্কুটারে ব্যবহৃত এই ব্যাটারিটি সর্বোচ্চ 3,000 বার চার্জ করতে পারবেন আপনি। এছাড়া এই গাড়িতে অদল বদলযোগ্য ব্যাটারি ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, তবে ভারতের বাজারে 1.2 লাখ টাকার কাছাকাছি হতে পারে এর বিক্রয় মূল্য।







