Honda Unicorn: 50KM মাইলেজ সহ 10 বছরের ওয়ারেন্টি! দুর্ধর্ষ বাইক লঞ্চ করল Honda

ভারতের বাজারে এই মুহূর্তে 150cc সেগমেন্টের একাধিক বাইক উপলব্ধ থাকলেও Honda তাদের নতুন বাইক Honda Unicorn লঞ্চ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কোম্পানির তরফ থেকে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের বাজারে এই মুহূর্তে 150cc সেগমেন্টের একাধিক বাইক উপলব্ধ থাকলেও Honda তাদের নতুন বাইক Honda Unicorn লঞ্চ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের নতুন এই বাইকটি ভারতের বাজারে Bajaj Pulsar 150, TVS Apache RTR 160 2V ও Bajaj Pulsar N150 মডেলের গাড়িগুলোর সাথে প্রতিযোগিতা করবে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, কি ধরনের আধুনিক ফির্চাস যুক্ত করা হয়েছে Honda Unicorn-এ-

Advertisements

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতে দূষণ সংক্রান্ত কড়া নিয়মবিধি জারি করা হয়েছে যার জেরে সব সংস্থাই তাদের বাইকগুলি নতুন রূপে লঞ্চ করছে। যে তালিকা থেকে বাদ পড়েনি গাড়ি নির্মাণ কোম্পানি Honda। যে কারণে এটিতে একটি আপডেটেড OBD2-সম্মত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 162 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিনের সাথে বাজারে উপলব্ধ রয়েছে। যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিনের ক্ষমতা সম্পর্কে বলি, তবে 7,500 RPM-এ 12.9 হর্সপাওয়ার এবং 5,500 RPM-এ 14 এনএম টর্ক জেনারেট করতে সক্ষম ইঞ্জিনটি। যা 5-স্পিড গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Advertisements

যদি দুর্দান্ত এই গাড়িটিতে গ্রাহকদের নিরাপত্তার কথা বলি, সেক্ষেত্রে এর ব্রেকিংয়ের ক্ষেত্রে মিলবে ডিস্ক এবং ড্রাম ব্রেক। যদি দুর্দান্ত এই বাইকটির রঙের কথা বলি, তবে রঙের ক্ষেত্রে এই বাইকে 4 ধরণের বিকল্প পাওয়া যাবে। যথা – পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু। দূর্দান্ত ফির্চাস সম্পন্ন প্রিমিয়াম এই বাইকটির দামের কথা বলি, তবে দিল্লির এক্স শো-রুমে গাড়িটির বিক্রয় মূল্য 1,09,800 টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া আমরা আপনাদের জানিয়ে রাখি, হোন্ডা তাদের এই মোটরসাইকেলটিতে 3 বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টি অফার করছে। যেটি আপনি চাইলে 7 বছরের এক্সটেন্ডেড করে নিতে পারবেন।

Advertisements