Honda Activa: বাজারে এল হোন্ডার মাইলেজ কিং! Yamaha-র বাজার দখল করতে স্কুটারে ফির্চাস ঢেলে দিল প্রতিষ্ঠানটি

গাড়ি নির্মাণ হোক কিংবা ইলেকট্রনিক সামগ্রী, পৃথিবীর প্রত্যেকটি বড় বড় কোম্পানি সর্বদা চোখ মেলে থাকে ভারতীয় বাজারের দিকে। বিশ্ববাজারে সর্বাধিক স্কুটার বিক্রি করা গাড়ি নির্মাণ…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

গাড়ি নির্মাণ হোক কিংবা ইলেকট্রনিক সামগ্রী, পৃথিবীর প্রত্যেকটি বড় বড় কোম্পানি সর্বদা চোখ মেলে থাকে ভারতীয় বাজারের দিকে। বিশ্ববাজারে সর্বাধিক স্কুটার বিক্রি করা গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হোন্ডা এবার ভারতের বাজার দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ‌ ইন্দোনেশিয়াতে সম্প্রতি নতুন মডেলের একটি স্কুটার বাজারজাত করেছে হোন্ডা। এবার সেই মডেলকে ভারতের বাজারে নামিয়ে Yamaha-র স্থান দখল করতে চলেছে দক্ষিণ আমেরিকার এই কোম্পানিটি।

Advertisements

ভারতীয় বাজার দখল করার জন্য হোন্ডা তাদের নতুন মডেল Activa H-Smart কে অনন্য ভাবে ডিজাইন করেছে। যাতে খুব সহজে ভারতীয়দের মনে জায়গা করে নিতে পারে এই গাড়িটি সেই উদ্দেশ্যে সমস্ত রকম সুবিধা রাখার পরিকল্পনা করেছে হোন্ডা। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে রেট্রো স্টাইলের এই স্কুটারে সিঙ্গেল সিলেন্ডার 109.5 CC কামপ্লেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ 4.5 লিটার জ্বালানি ভরার স্পেস দেওয়া হয়েছে গাড়িটিতে।

Advertisements

কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, ফুল ট্যাঙ্ক জ্বালানি সহ গাড়িটির মোট ওজন হবে 95 KG। তাছাড়া ভারতীয় রাস্তায় এটি লিটার প্রতি 65-70 কিলোমিটার মাইলেজ দেবে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানিটি ইতিমধ্যে ভারতীয় বাজার ধরতে বিজ্ঞাপনের জন্য পেটেন্টও করেছে বলে জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি, Activa H-Smart স্কুটারে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য USB পোর্টের ব্যবস্থাও করেছে হোন্ডা।

Advertisements