150 কিলোমিটার রেঞ্জের দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে KTM!

এই মুহূর্তে ভারতের বাজারে সাধারণ গ্রাহকদের জন্য একাধিক ইলেকট্রিক স্কুটারের অপশন রয়েছে। চাইলে লো-রেঞ্জ থেকে শুরু করে হাই-রেঞ্জের ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে পারেন গ্রাহকরা। ভারতের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতের বাজারে সাধারণ গ্রাহকদের জন্য একাধিক ইলেকট্রিক স্কুটারের অপশন রয়েছে। চাইলে লো-রেঞ্জ থেকে শুরু করে হাই-রেঞ্জের ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে পারেন গ্রাহকরা। ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বেড়ে ওঠার পেছনে রয়েছে জ্বালানি তেলের উর্ধ্বমূল্য। বর্তমানে ভারত সহ পৃথিবীর একাধিক দেশে জ্বালানি তেলের পর্যায়ক্রমিক ঊর্ধমূল্যের কারণে দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। যার পরিপ্রেক্ষিতে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে।

Advertisements

জানলে অবাক হবেন, এবার এই তালিকায় নাম লিখিয়েছে তরুণদের ক্রাশ KTM। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ইলেকট্রিক সেগমেন্টের প্রথম স্কুটার বাজারে লঞ্চ করবে জনপ্রিয় এই মোটরবাইক নির্মাণ কোম্পানিটি। চলুন আজকের নিবন্ধে দেখে নেওয়া যাক, দামদার এই স্কুটারে কেমন অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হতে চলেছে-

Advertisements

ভারতের বাজারে উপলব্ধ Vespa এবং Chetak ইলেকট্রিক স্কুটারের বাজার দখল করাই যে KTM-এর মূল উদ্দেশ্য, তা আগেই পরিষ্কার করে দিয়েছে জনপ্রিয় এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ইলেকট্রিক গাড়ির চিরাচরিত ডিজাইন ছেড়ে সম্পূর্ণ স্পোর্টস গাড়ির আদলে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে KTM। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে গাড়িটির ড্রাইভিং টেস্ট শুরু করেছে জনপ্রিয় এই গাড়ি নির্মাণ সংস্থা। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন ইলেকট্রিক স্কুটার একবার সম্পূর্ণ চার্জে প্রায় 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম।

প্রথমেই কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারে হাই-টেক ফির্চাস সংযুক্ত করা হবে। গাড়িটিতে গ্রাহকদের সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক, উভয় চাকার জন্য ABS সমর্থন যুক্ত হবে। এছাড়া আরও অনেক হাই-টেক বৈশিষ্ট্য যেমন 8-ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্টেশন সিস্টেম, সামনের এপ্রোন, স্লীক সাইড বডি প্যানেল, উভয় পাশে অ্যালয় হুইল, LED টেললাইট, LED হেডলাইট, USB পোর্টের মতো সুবিধা দেখা যাবে। যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, তবে ভারতের একমাত্র স্পোর্টস ইলেকট্রিক স্কুটারের প্রারম্ভিক মূল্য 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে।

Advertisements