Best mileage scooter: সেরা মাইলেজের স্কুটার খুঁজছেন? যাচাই করতে পারেন এই মডেল গুলি

আপনি যদি এখন একটি স্কুটার কেনার কথা ভাবেন, তাহলে আমরা বর্তমান সময়ে বাজারের সেরা কিছু গাড়ি সম্পর্কে আপনাদের তথ্য দিতে চলেছি। যার মধ্য থেকে একটি…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

আপনি যদি এখন একটি স্কুটার কেনার কথা ভাবেন, তাহলে আমরা বর্তমান সময়ে বাজারের সেরা কিছু গাড়ি সম্পর্কে আপনাদের তথ্য দিতে চলেছি। যার মধ্য থেকে একটি বিকল্প হয়ে যেতে পারে আপনাদের পছন্দের স্কুটি। চলুন দেখে নেওয়া যাক, তালিকার শীর্ষে কোন স্কুটির অবস্থান –

Advertisements

৩. TVS Jupiter: সেরা মাইলেজ স্কুটারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে TVS Jupiter 125cc গাড়িটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটি লিটার প্রতি তেলে সর্বোচ্চ 57.27 km রাস্তা অতিক্রম করতে সক্ষম। চাইলে এই স্কুটারটি আপনি শোরুম থেকে 82,450 টাকায় ক্রয় করতে পারেন।

Advertisements

২. Hero Maestro Edge: এই গাড়িটি হতে পারে আপনার পছন্দের গাড়ির মধ্যে একটি। গাড়িটি বর্তমান সময়ে 125cc ইঞ্জিনের মাধ্যমে সেবা প্রদান করে চলেছে। 59,000 টাকায় উপলব্ধ এই গাড়িটি ব্যবহার করে আপনারা লিটার প্রতি তেলে 65 km পর্যন্ত রাস্তা পাড়ি দিতে পারেন।

১. Yamaha Fascino: গাড়িটির ফির্চাস দেখলে অন্য কোন গাড়ি আপনার পরিবারের জন্য কিনতে ইচ্ছা করবে না। সাধ্যের মধ্যে বাজারের সেরা স্কুটারটি মাত্র 77,100 টাকায় ক্রয় করতে পারেন শোরুম থেকে। গাড়িটি 125cc ইঞ্জিন হওয়ার শর্তেও আপনাকে লিটার প্রতি 68.75 km মাইলেজ দিতে সক্ষম।

Advertisements