125cc স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে Hero! ফির্চাস দেখলে অবাক হবেন আপনিও

ভারতের বাজারে বর্তমানে 125cc বাইকের চাহিদা চোখে পড়ার মতো। মূলত জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে হাই স্পিড বাইক ক্রয় করার আগে বেশ কয়েকবার ভাবেন গ্রাহকরা। এতদিন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের বাজারে বর্তমানে 125cc বাইকের চাহিদা চোখে পড়ার মতো। মূলত জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে হাই স্পিড বাইক ক্রয় করার আগে বেশ কয়েকবার ভাবেন গ্রাহকরা। এতদিন ভারতের বাজারে Hero 125, TVS Raider 125 কিংবা Discover 125 গাড়িগুলির মত 125cc-র বাইক উপলব্ধ ছিল। তবে সামান্য রেঞ্জের এই বাইকগুলোর মধ্যে একটিও স্পোর্টস বাইকের উপস্থিতি নেই। ফলে ইচ্ছা থাকলেও কম টাকায় স্পোর্টস বাইক কেনার সৌভাগ্য হতো না গ্রাহকদের।

Advertisements

এবার গ্রাহকদের সেই চাহিদা পূরণ করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে গাড়ি নির্মাণ কোম্পানি Hero। তাদের নতুন 125cc বাইকটি ভারতের বাজারে স্পোর্টস লুকের লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। ইতিমধ্যে গাড়িটির কয়েকটি ছবি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, হিরোর নতুন এই বাইকটি সুপার স্প্লেন্ডার এবং গ্ল্যামারের তুলনামূলক সাইজের, তবে ডিজাইনে বিস্তর ফারাক রয়েছে।

Advertisements

গাড়িটির পেছনের চাকায় ডিক্স ব্রেক দেখে সহজেই অনুমান করা সম্ভব যে, সেটি একটি স্পোর্টস বাইক। এছাড়া বাইকের আসনের সেটআপ দেখেও চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে, হিরো তাদের নতুন বাইকটি স্পোর্টস লুকে লঞ্চ করতে চলেছে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত বাইকটির কোন বৈশিষ্ট্য প্রকাশ্যে আসেনি। তবে হিরোর নতুন এই বাইকটি Xtreme moniker নামে লঞ্চ হতে পারে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, দামের ক্ষেত্রে হিরোর সাধারণ 125cc মোটরসাইকেলের সাথে এই বাইকের যথেষ্ট মিল থাকবে। মনে করা হচ্ছে, দিল্লির এক্স শোরুমে গাড়িটির দাম নির্ধারণ করা হতে পারে 93,719-1,00,820 টাকার মধ্যে।

Advertisements