গাড়ি বাজারে তুলকালাম করবে মারুতির ছোটো ডন Wagon R, কিনলে পয়সা উসুল

অনেক দিন ধরেই এই গুঞ্জন ভারতীয় গাড়ি বাজারে রয়েছে। শোনা যাচ্ছে নতুন অবতারে আসতে চলেছে মারুতি সুজুকি অন্যতম সেরা গাড়ি Wagon R। উন্নত ইঞ্জিন আর…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

অনেক দিন ধরেই এই গুঞ্জন ভারতীয় গাড়ি বাজারে রয়েছে। শোনা যাচ্ছে নতুন অবতারে আসতে চলেছে মারুতি সুজুকি অন্যতম সেরা গাড়ি Wagon R। উন্নত ইঞ্জিন আর প্রচুর ফিচার নিয়ে আসতে পারে এই গাড়ি। সব কিছু ঠিকঠাক থাকলে এই সেগমেন্টে থাকা অন্য গাড়িগুলোর বাজার খারাপ করতে খুব বেশি সময় নেবে না জনপ্রিয় এই ফ্যামিলি কার।

Advertisements

যে কোনো গাড়ির জন্য ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে মারুতি সুজুকি তার নতুন ওয়াগন আর-এ বিএস৬ ফেজ ২ এবং আরডিই স্ট্যান্ডার্ড সমন্বিত বৈশিষ্ট্য রাখবে। আর এ কারণেই গাড়ির ইঞ্জিন পরিবর্তন করার সম্ভাবনা খুব বেশি। সেই সঙ্গে নতুন ওয়াগন আর – এ থাকবে একের পর এক আধুনিক বৈশিষ্ট্য। এতে শুধু বিনোদনের জন্য ফিচারই নয়, অনেক সেফটি ফিচারও দেখতে পাওয়ার ব্যাপারে আশা করা যায়।

Advertisements

শোনা যাচ্ছে নতুন এই গাড়িতে থাকতে পারে, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ফোর স্পিকার অডিও সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট, স্পিড সেনসিটিভ অটো ডোর, কীলেস এন্ট্রি, সেন্ট্রাল লকিংয়ের মতো একাধিক ফিচার। সেফটি ফিচারের মধ্যে এই গাড়িতে থাকতে পারে দুটি এয়ারব্যাগ, স্পিড অ্যালার্ট, রিয়ার পার্কিং সেন্সর, ইবিডিসহ এবিএস, সিট বেল্ট রিমাইন্ডার এবং স্টিয়ারিং হুইলের মতো একাধিক ফিচার।

Maruti Wagon R

মারুতি ওয়াগনআর সিএনজি ভার্সনের গাড়িতে থাকতে পারে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন। যা সর্বাধিক ৫৭ বিএইচপি পাওয়ার এবং ৮২ এনএম এর পিক টর্ক উৎপাদন করতে সক্ষম হবে। এর মাইলেজ ৩৪.০৫ কিমি/কেজি পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে। আগের থেকে উন্নত এই গাড়ির দাম আগের চেয়ে একটু বেশি হতে চলেছে। যদিও দামের ব্যাপারে হলফ করে এখনই কিছু জানানো সম্ভব নয়। কোম্পানির পক্ষ থেকে বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে।

Advertisements