এবার প্রত্যেক গরীবের স্বপ্ন হবে পুর্ণ, বাইকের দামে নতুন Nano আনছে TATA, মাইলেজ দেবে ৩১৫ কিলোমিটার

TATA NANO ভারতীয় গাড়ি বাজারে এক কিংবদন্তি তুল্য হয়ে রয়েছে। অনেক দিন আগে এই গাড়ির প্রোডাকশন বন্ধ করে দিয়েছে কোম্পানি। গাড়ির প্রতি মানুষের আবেগ আগে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

TATA NANO ভারতীয় গাড়ি বাজারে এক কিংবদন্তি তুল্য হয়ে রয়েছে। অনেক দিন আগে এই গাড়ির প্রোডাকশন বন্ধ করে দিয়েছে কোম্পানি। গাড়ির প্রতি মানুষের আবেগ আগে যত না বেশি ছিল, তার থেকে আবেগ যেন এখন আরও অনেক বেশি। মানুষ বুঝতে শুরু করেছে টাটা ন্যানো গাড়ির গুরুত্ব। রতন টাটা নিজে এই ছোটো গাড়িটিকে খুব পছন্দ করতেন। বড় কোথাও যাওয়ার হলেও ন্যানো চেপে যেতে তিনি কুন্ঠা বোধ করেননি। এখন জমানা বদলেছে, সেই সঙ্গে মানুষের চাহিদা। শোনা যাচ্ছে নতুন অবতারে ফিরতে পারে টাটা ন্যানো। সম্ভবত ইলেকট্রিক এডিশনে। মাইলেজ হবে যথারীতি দুরন্ত। প্রত্যেক গরীব মানুষের গাড়ি কেনার ইচ্ছা হবে পূরণ।

Advertisements

অনুমান করা হচ্ছে যে টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সনের দাম হতে পারে আনুমানিক ৫ লক্ষ টাকা। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই গাড়িটি সাধারণ মানুষের বাজেটে থাকতে চলেছে। এই বৈদ্যুতিক গাড়িতে একাধিক ফিচার পাবেন।

Advertisements

যেমন – ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ব্লুটুথ, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেমসহ একাধিক ফিচার পাবেন। এতে টাটা মোটরস ৭২ ভোল্টেজের এর একটি চমৎকার ব্যাটারি দিতে পারে। টাটা ইলেকট্রিক ন্যানো গাড়ির ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ২০০ কিলোমিটার পর্যন্ত চলে। ন্যানো ইলেকট্রিক এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে বলে অনেকের ধারণা।

Tata Nano Ev

টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হতে পারে। আলোচ্য এই গাড়ি দুটি ব্যাটারি প্যাক অপশন দেওয়ার সম্ভাবনা প্রবল। এটি প্রথমে ১৯ কিলোওয়াট ব্যাটারি দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এর রেঞ্জ হবে ২৫০ কিলোমিটার। টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়ির দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ২৪ কিলোওয়াট এর হতে পারে, যা ৩১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারে।

Advertisements