বর্তমান সময়ে ভারতে প্রত্যেক পরিবারের মৌলিক চাহিদাগুলির পূরণের পাশাপাশি একটি ইলেকট্রিক ভেহিকেল প্রয়োজনীয় হয়ে উঠেছে। এবার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে Ola। ৫টি দুর্দান্ত ফির্চাসের সাথে ক্রেতাদের মাঝে নতুন এই স্কুটি টি আকর্ষণীয় করে তুলতে একাধিক ভেরিয়েন্টে বাজারজাত করতে চলেছে Ola। দেখে নিন, কি এমন বৈশিষ্ট্য রয়েছে নতুন এই স্কুটিতে-
১. ব্যাটারি প্যাক: Ola তাদের এই নতুন স্কুটিতে তিন ভেরিয়েন্টের ব্যাটারি প্যাকেজ দিতে চলেছে। 2kWh, 3kWh এবং 4kWh এর সঙ্গে খুব শীঘ্রই বাজারজাত হবে এই নতুন স্কুটি টি। এর ফলে মানুষ তাদের প্রয়োজনমতো মডেলটি সবচেয়ে কম দামে ক্রয় করতে সক্ষম হবে।
২. রেঞ্জ: Ola-র তরফ থেকে জানানো হয়েছে, S1 Air 2kWh ভেরিয়েন্টের গাড়িটি 1 চার্জে সর্বোচ্চ 85 কিলোমিটার পথ অতিক্রম করবে। S1 Air 3kWh ভেরিয়েন্ট গাড়িটি 1 চার্জে সর্বোচ্চ 125 কিলোমিটার পথ অতিক্রম করবে। পাশাপাশি S1 Air 4kWh ভেরিয়েন্টের গাড়িটি সর্বোচ্চ 165 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
৩. গতি: S1 Air গাড়িটি 4.5 kW মোটর দ্বারা পরিচালিত হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি সর্বোচ্চ 85 কিলোমিটার গতিবেগে গাড়িটি ছুটতে পারে বলেও দাবি করা হয়েছে।
৪. দাম: গাড়িতে যেহেতু তিনটি সংস্করণে ভারতের বাজারে উপলব্ধ হবে, সেহেতু এক একটি মডেলের হবে ভিন্ন। আপনাদের জানিয়ে রাখি, বেস সংস্করণটি 84,999 টাকা, দ্বিতীয় সংস্করণের দাম 99,999 টাকা এবং টপ মডেলের গাড়িটির দাম 1,10 লাখ টাকা হতে চলেছে।
৫. বুকিং এবং ডেলিভারি: যদি গাড়িটির বুকিং এবং ডেলিভারি সম্পর্কে আমরা আপনাদের জানতে চাই তাহলে নতুন Ola S1 Air scooter এর ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে গ্রাহকদের কাছে স্কুটারটি ডেলিভারি করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।