‘টাটা ন্যানোর’ স্বপ্নভঙ্গ করে বাজারে এলো Ola-র ইলেকট্রিক গাড়ি! 400KM মাইলের সহ রয়েছে অবিশ্বাস্য ফির্চাস

দিনের পর দিন জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে রীতিমতো দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিগত কয়েক বছর ধরে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিনের পর দিন জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে রীতিমতো দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিগত কয়েক বছর ধরে ইলেকট্রিক সেগমেন্টের গাড়ি বিক্রি বেড়েছে কয়েক গুণ। যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন গাড়ি বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক সেগমেন্টের গাড়ি নির্মাণের প্রতিযোগিতায় নাম লিখিয়েছে Tata, Tesla-র মতো কোম্পানিগুলির বিরুদ্ধে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই তালিকায় নাম নথিভুক্ত করতে চলেছে ভারতের অন্যতম সেরা ইলেক্ট্রিক স্কুটার নির্মাণ কোম্পানি Ola।

Advertisements

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, খুব শীঘ্রই ভারতের বাজারে টাটা ন্যানোর বিকল্প হিসেবে গাড়ি লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করছে জনপ্রিয় এই স্কুটার নির্মাণ কোম্পানিটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি গাড়ির ছবি বেশ ভাইরাল হচ্ছে। মনে করা হচ্ছে, দুর্দান্ত এই গাড়িটি নির্মাণ করছে Ola। ছবিটিতে দেখা যাচ্ছে, ইলেকট্রিক গাড়িটি সেডান মডেলের গাড়ি যা টেসলা মডেল 3-এর সাথে বিশেষ মিল রয়েছে।

Advertisements

ভারতের বাজারে লঞ্চ হতে যাওয়া ওলার এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশ্যে না এলেও ধারণা করা হচ্ছে, চেহারা এবং বৈশিষ্ট্যের দিক থেকে Tata Nano-এর মতো গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে Ola-র এই গাড়িটি। গাড়িটিতে কি ধরনের আধুনিক ফির্চাস যুক্ত হতে চলেছে সে সম্পর্কেও কোনরকম তথ্য প্রকাশ্যে আনেনি ওলা। তবে মনে করা হচ্ছে, বর্তমানে বাজারে উপলব্ধ ইলেকট্রিক গাড়িগুলির মত অত্যাধুনিক সুবিধা যুক্ত হবে এই গাড়িতে। তবে গোপন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওলার এই গাড়িটির মূল্য ভারতের বাজারে 12-15 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাছাড়া গাড়িটি 2024 সালের শেষ লগ্নে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements