Royal Enfield: বাজারে এলো Royal Enfield-এর নতুন মডেল, তেল ছাড়াই চলবে হাজার-হাজার কিলোমিটার রাস্তা

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাণ কোম্পানিগুলির মধ্যে Royal Enfield সেরাদের সেরা। বাইক প্রেমীদের কাছে প্রথম পছন্দের গাড়ি এটি। বর্তমানে ভারতীয় বাজারে Royal Enfield Classic 350 এর…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাণ কোম্পানিগুলির মধ্যে Royal Enfield সেরাদের সেরা। বাইক প্রেমীদের কাছে প্রথম পছন্দের গাড়ি এটি। বর্তমানে ভারতীয় বাজারে Royal Enfield Classic 350 এর পাশাপাশি Royal Enfield RE মডেলটি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, Royal Enfield RE সংস্কারণটি দুর্দান্ত ডিজাইন এবং ড্যাসিং লুকের সাথে বিক্রি করা শুরু করেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিতে। এ কথা কারোর অজানা নয়, Royal Enfield গাড়িগুলির ইঞ্জিন অধিক শক্তিশালী হওয়ায় সাধারন গাড়ির তুলনায় এই গাড়ি ব্যবহারে বেশি খরচ করতে হয় গাড়ি প্রেমীদের।

Advertisements

তবে সম্প্রতি ভারতীয় রাস্তায় Royal Enfield-এর এমন একটি নতুন সংস্করণ দেখা গেছে যা চালাতে হলে আপনাকে জ্বালানির পেছনে এক টাকাও খরচ করতে হবে না। বরং Royal Enfield-এর নতুন এই বাইক চালালে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই তরুণ Royal Enfield-এর ক্লাসিক 350 চালাচ্ছেন। তবে সেই বাইকে নেই কোন ইঞ্জিন। ইঞ্জিনের বদলে ম্যানুয়ালি প্যাডেল করতে দেখা যাচ্ছে ওই তরুণদের।

Advertisements

আসলে একটি সাইকেলকে মডিফাই করে Royal Enfield-এর রুপ দিয়েছেন ভারতের ওই দুই যুবক। ভিডিওতে দেখা যাচ্ছে, সাইকেলের ফ্রেমের উপর Royal Enfield-এর বডি লাগানো হয়েছে। একজন ছেলে সেই গাড়িটিকে চালাচ্ছেন এবং একজন পিছনের ছিটে বসে রাইড উপভোগ করছেন। যদি ডিজাইনের কথা বলি, তবে এক নজরে দেখে আপনি বুঝতেই পারবেন না এটি কোন Royal Enfield-এর বাইক নয়। চাকা থেকে শুরু করে গাড়িটির সমস্ত বডি বানানো হয়েছে Royal Enfield-এর আদলে। শুধু ইঞ্জিনের স্থানে সাইকেলের মত প্যাডেল করে চালানোর ব্যবস্থা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি নেট প্রেমীরা বেশ পছন্দ করেছেন। স্মার্ট এই গাড়িটি দেখতে হুবহু মোটরসাইকেলের মত হলেও চালানোর জন্য খরচ হবে না এক পয়সাও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া নজরে আসতেই শেয়ার করা হয়েছে বেশ কয়েক হাজার বার।

Advertisements