এই মুহূর্তে ভারতের বাজারে যে’কটি বাইক নির্মাণ কোম্পানি রয়েছে, তার মধ্যে অন্যতম বাইক নির্মাণ কোম্পানি হল হিরো মোটোকর্প। বিশাল এই সংস্থাটি নিজেদের দুর্দান্ত বাইকের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বর্তমানে ভারতের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি। এবার পেট্রোল চালিত নয় বরং নিজেদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া Hero Splendor বাইকের ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, Hero Splendor Electric Bike শীঘ্রই বাজারে লঞ্চ করার উদ্দেশ্যে একাধিক পরিকল্পনার হাতে নিয়েছে কোম্পানিটি।
জানা যাচ্ছে, আগামী বছরের প্রথম দিকে হিরোর এই ইলেকট্রিক বাইক উপলব্ধ হতে পারে ভারতীয় বাজারে। তবে কোম্পানি তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা না হলেও গোপন সূত্রে গাড়িটির একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। যা জানলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। যদি দুর্দান্ত এই বাইকটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে Hero Splendor Electric বাইক সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটার অবধি নির্বিঘ্নে চলবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। কারণ দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়িতে 2.5kWh-এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য গাড়ির তুলনায় হিরোর এই বাইকটি সম্পূর্ণ চার্জ করতে সবচেয়ে কম খরচ হবে বলেও দাবি করা হয়েছে।
এদিকে, Hero Splendor Electric Bike-এর দুর্দান্ত ফির্চাস প্রকাশ্যে আসার পর থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ির নতুন অবতারের জন্য অপেক্ষা শুরু করেছেন গ্রাহকরা। শুধু এখানেই শেষ নয়, আমরা আপনাদের বলি, GoGoAl কোম্পানি দ্বারা Hero Splendor-এর ইলেকট্রিক কনভার্সন রূপায়নে গাড়িটিকে 3 বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ওডোমিটার, সিঙ্গেল চ্যানেল এবিএস, USB চার্জিং পোর্ট, মোবাইল অ্যাপ কানেক্টিভিটির মতো সুবিধা দেখা যেতে পারে গাড়িটিতে।
শুধু তাই নয়, গোপন সূত্রে প্রকাশিত খবর অনুসারে প্রতি ঘন্টায় গাড়িটির সর্বোচ্চ গতি হবে 90-120 কিলোমিটার। তাছাড়া এর দুর্দান্ত ডিজাইন গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে Hero Splendor Electric Bike দিল্লির এক্স শোরুমে 80 হাজার টাকায় বিক্রি করা হতে পারে। যা অন রোড 1 লাখ টাকার কাছাকাছি বিক্রয় মূল্য ধার্য করা হতে পারে।