অপেক্ষার সমাপ্তি, অবিশ্বাস্য ফির্চাস সহ প্রকাশ্যে এলো টাটা ন্যানো ইলেকট্রিক গাড়ি লঞ্চের তারিখ

বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেলের উর্দ্ধমূল্যের কথা বিবেচনায় রেখে গ্রাহকরা ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক গাড়ির কিনতে বেশি পছন্দ করছেন। স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণের জন্য বর্তমানে ইলেকট্রিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেলের উর্দ্ধমূল্যের কথা বিবেচনায় রেখে গ্রাহকরা ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক গাড়ির কিনতে বেশি পছন্দ করছেন। স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণের জন্য বর্তমানে ইলেকট্রিক গাড়ির বিকল্প খুঁজে পাচ্ছেন না মধ্যবিত্তরা। ফলে বর্তমানে বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাড়ি নির্মাণ কোম্পানিগুলি বর্তমানে নিজেদের ডিজেল কিংবা পেট্রোল গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণের দিকে দৃষ্টি দিয়েছে।

Advertisements

সূত্রের খবর অনুসারে যতদূর জানা যাচ্ছে, Tata Nano EV গাড়িটি এখনও পর্যন্ত ভারতীয় বাজারে সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। পাশাপাশি এটাই হতে চলেছে ভারতীয় বাজারে সর্বাপেক্ষা কম দামের ইলেকট্রিক গাড়ি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই গাড়িটি মাত্র 5 লাখেরও কম মূল্যে ক্রয় করতে পারবেন আপনি।

Advertisements

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই গাড়িটির ডিজাইন স্পোর্টস গাড়ির মতো করা হয়েছে। যদি মাইলেজের কথা বলি, তবে এই গাড়িটি ভারতীয় বাজারে দুটি ভেরিয়েন্টে উপলব্ধ হবে। যার মধ্যে প্রথমটিতে একটি 19 kWh ব্যাটারির প্যাক ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটারের পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দ্বিতীয় ব্যাটারি প্যাক সম্পর্কে যদি বলি, এটি একটি 24 kWh ব্যাটারি প্যাক, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে আপনি 315 কিলোমিটারের মতো ড্রাইভ রেঞ্জ পাবেন।

যদি গাড়িটির কিছু দুর্দান্ত ফির্চাস সম্পর্কে বলি তবে আপনারা জানলে অবাক হবেন যে, Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত ফির্চাস লক্ষ্য করা যাবে। গাড়িটি 2024 সালের মাঝামাঝি বিক্রির জন্য উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।

Advertisements