TATA Nano Ev, মারুতির ভাত মারতে একাই একশো হবে এই লেজেন্ডারি গাড়ি

রতন টাটার প্রথম পছন্দ TATA NANO EV। নিজেও প্রকাশ্যে ব্যবহার করেছেন এই বাজেট গাড়ি। দীর্ঘ দিন ধরে মনে করা হচ্ছে নতুন অবতারে বাজারে আত্মপ্রকাশ করবে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

রতন টাটার প্রথম পছন্দ TATA NANO EV। নিজেও প্রকাশ্যে ব্যবহার করেছেন এই বাজেট গাড়ি। দীর্ঘ দিন ধরে মনে করা হচ্ছে নতুন অবতারে বাজারে আত্মপ্রকাশ করবে টাটা ন্যানো। তবে এবার ইলেকট্রিক অবতারে। সেই সঙ্গে আগের মতোই হবে বাজেট বান্ধব। অনেকে ধারণা, টাটা ন্যানোর নতুন ভার্সন লঞ্চ হলে জোর ধাক্কা খাবে মারুতি।

Advertisements

বিলাসবহুল ফিচার সহ ৩০০ কিমি রেঞ্জ সহ ভারতীয় বাজারে আসতে পারে টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন। সেই সঙ্গে গাড়িটি হতে পারে আগের থেকে অনেক বেশি আরামদায়ক। টাটা মোটরস শীঘ্রই টাটা ন্যানোর বৈদ্যুতিক সংস্করণ চালু করতে চলেছে বলে অনেকে আশা করছেন। যদিও কোম্পানির পক্ষ থেকে আপাতত ন্যানোর ইলেকট্রিক ভার্সন সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে টাটার ন্যানো ইলেকট্রিক গাড়িটি প্রায় ৫ লাখ টাকায় পাওয়া যেতে পারে।

Advertisements

টাটা ন্যানোর লেজেন্ডারি ভার্সনে ছিল বেসিক কিছু সুবিধা। মূলত মধ্যবিত্তের গাড়ি কেনার ইচ্ছা পূরণ করার জন্য এই গাড়ি বানিয়ে ছিলেন রতন টাটা। এখন সময় বদলেছে। তাই গাড়িতেও অনেকটা বদল আসবে বলে আশা করা যায়। অনেক কিছু ফিচার যুক্ত করা হতে পারে গাড়ির সঙ্গে ।

Tata Nano ev

টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ ও ইন্টারনেট কানেক্টিভিটি, ৬ স্পিকার সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, ইবিডিসহ এবিএস, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিংয়ের মতো ফিচার থাকতে পারে।

টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হতে পারে। আলোচ্য এই গাড়ি দুটি ব্যাটারি প্যাক অপশন দেওয়ার সম্ভাবনা প্রবল। এটি প্রথমে ১৯ কিলোওয়াট ব্যাটারি দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এর রেঞ্জ হবে ২৫০ কিলোমিটার। টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়ির দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ২৪ কিলোওয়াট এর হতে পারে, যা ৩১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারে।

Advertisements