ভারতীয় গাড়ি বাজারে আবারও আলোড়ন ফেলেছে টাটা। টাটা মোটরস সিএনজি সংস্করণে মাইক্রো এসইউভি পাঞ্চ প্রকাশ্যে এনেছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা সিএনজি পাঞ্চটি কত দামে কিনতে পারবেন, এতে কী কী ফিচার দেওয়া হয়েছে ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। টাটার গাড়ির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বরাবরই বেশি থাকে। দেশের মধ্যবিত্ত শ্রেণীর কথা মাথায় রেখে একাধিক গাড়ি আগেও প্রকাশ্যে এনেছে টাটা। Punch তেমনই একটি গাড়ি।
টাটা মোটরসের পক্ষ থেকে এই মাইক্রো এসইউভিতে অনেকগুলি আধুনিক ফিচার অ্যাড করা হয়েছে। সেই সঙ্গে আনা হয়েছে একাধিক ভ্যারিয়েন্টে। পাঞ্চ সিএনজিতে রয়েছে অনেক ফিচার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটিতে অল্ট্রোজের মতো ডুয়াল সিএনজি সিলিন্ডার দেওয়া রয়েছে। যার ফলে বুট স্পেসের কোনো অভাব হবে না গাড়িতে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট ইলেকট্রিক সানরুফ, ফ্রন্ট সিট আর্মরেস্ট, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট, শার্ক ফিন অ্যান্টেনা, অটোমেটিক প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল, ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, সাত ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, রেইন সেন্সিং ওয়াইপার, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট।

টাটা পাঞ্চ সিএনজি ১.২ লিটার রেভোট্রন ইঞ্জিন দ্বারা চালিত। এটি ৭৩.৪ পিএস পাওয়ার এবং ১০৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। পাঞ্চ সিএনজি পাঁচটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পিওর, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার রিদম, অ্যাকম্পলিশ, অ্যাডাপটিভ ড্যাজল এস। এর দাম ৭.১০ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এবং এর টপ ভ্যারিয়েন্টের এক্স-শোরুমের দাম ৯.৬৮ লক্ষ টাকা।







