TVS IQUBE: অপেক্ষার অবসান, 3টি সুপার মডেলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল TVS

বাইক প্রেমীদের প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে নিজেদের সুপার মডেলের তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল TVS। গত বুধবার সেকেন্দ্রাবাদের কিরণ TVS ডিলারশিপে নতুন IQUBE ইলেকট্রিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বাইক প্রেমীদের প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে নিজেদের সুপার মডেলের তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল TVS। গত বুধবার সেকেন্দ্রাবাদের কিরণ TVS ডিলারশিপে নতুন IQUBE ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে TVS। বাজারে লঞ্চ হওয়া এই মডেল তিনটি যথাক্রমে IQube এবং IQube-S-এর দুটি আলাদা ভেরিয়েন্ট। পাশাপাশি এই স্কুটার গুলি 5টি ভিন্ন রঙে পাওয়া যাবে ভারতীয় বাজারে।

Advertisements

গাড়ি প্রস্তুতকারক সংস্থা TVS দাবি করেছে, গ্রাহকদের জন্য দূষণমুক্ত পরিবেশ এবং শব্দমুক্ত রাইড দিতেই তারা এই নতুন স্কুটার বাজারে এনেছে। TVS কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, গাড়ি গুলি দিয়ে 15,000 হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে খরচ হবে মাত্র 7,000 টাকা। পাশাপাশি 1,15,000 টাকা থেকে শুরু হবে গাড়ি গুলির বিক্রয় মূল্য পরিসীমা।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, TVS IQube মডেলের গাড়িটি 3.4 kWh শক্তি সহ দুটি লিথিয়াম ব্যাটারি দ্বারা চালিত হবে। এছাড়া কোম্পানি তরফ থেকে দাবী করা হয়েছে, IQube, IQube-S এবং IQube-ST মডেলের এই তিনটি গাড়ি এক চার্জে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম এবং সর্বোচ্চ 78 কিলোমিটার গতিতে রাস্তা অতিক্রম পারে। এদিন সেকেন্দ্রাবাদে TVS-এর এরিয়া ম্যানেজার বিশাল বিক্রম সিং এই ইলেকট্রিক বাইক উন্মোচন করেন।

উন্মোচন করার সময় বিক্রম সিং বলেন, TVS হলো এমন একটি গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান যারা স্কুটার, মোপেড, সাধারণ বাইক, স্পোর্টস বাইক এবং প্রিমিয়াম বাইক তৈরি করে থাকে। এই কোম্পানির পরিসর এত বিশাল যে, গ্রাহকদের চাহিদা মত গাড়ি নির্মাণ করতে সদা প্রস্তুত থাকে। পেট্রোল গাড়ির পাশাপাশি এখন আমরা গ্রাহকদের চাহিদার সাথে তাল মিলিয়ে ইলেকট্রিক গাড়িও বাজারে আনতে চলেছি।

Advertisements