TVS Raider 125: KTM-এর বাজার দখল করতে বাজারে এলো TVS Raider 125, জেনে নিন অবাক করা ফির্চাস

এতদিনে স্পোর্টস বাইক KTM-এর যোগ্য প্রতিদ্বন্দী এলো ভারতীয় বাজারে। দুর্দান্ত লুক এবং অবাক করা মাইলেজ নিয়ে বাজার দখল করতে নতুন বাইক নিয়ে এলো TVS। এর…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

এতদিনে স্পোর্টস বাইক KTM-এর যোগ্য প্রতিদ্বন্দী এলো ভারতীয় বাজারে। দুর্দান্ত লুক এবং অবাক করা মাইলেজ নিয়ে বাজার দখল করতে নতুন বাইক নিয়ে এলো TVS। এর লুকিং দেখে ধারণা করা হচ্ছে, এটাই TVS কোম্পানির সবচেয়ে শক্তিশালী বাইক। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, TVS কোম্পানির নতুন বাইক TVS Raider 125 এর অবাক করা ফির্চাস সম্পর্কে।

Advertisements

যদি লুক এবং ডিজাইনের কথা বলি তবে TVS Raider 125 বাইকটি একটি স্পোর্টস বাইকের আদলে তৈরি করা হয়েছে। TVS Raider 125 বাইকটির যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি তবে আপনাদের জানিয়ে রাখি, এই বাইকটির উভয় চাকায় 130 mm ড্রাম ব্রেক সহ 240 mm ডিস্ক ব্রেক সিস্টেম দেওয়া হয়েছে। তাছাড়া বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি, মিউজিক কন্ট্রোল, কল অ্যালার্টের মত সুবিধা দেওয়া হয়েছে।

Advertisements

TVS Raider 125 বাইকটিতে দুটি রাইড মোড দেওয়া হয়েছে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। যদি এর শক্তিশালী ইঞ্জিনের কথা বলি তবে আপনাদের জানিয়ে রাখি, 124.8cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটির নির্মাণে। যা 6,000 rpm-এ 11.2 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়া TVS Raider 125 গাড়িটিতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। যদি কালারের কথা বলি, তবে TVS Raider 125 বাইকটি এখন দুটি কালারে উপলব্ধ রয়েছে। Wicked Black এবং Fairy Yellow কালারের গাড়ি উপলব্ধ রয়েছে শোরুম গুলোতে।

Advertisements