5ই জুলাই লঞ্চ হতে চলেছে Bajaj-এর দামদার বাইক! ফির্চাস দেখলে অবাক হবেন আপনিও

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে বাজাজের দুর্দান্ত স্পোর্টস বাইক Bajaj-Triumph। কোম্পানির তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 5ই জুলাই ভারতের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে বাজাজের দুর্দান্ত স্পোর্টস বাইক Bajaj-Triumph। কোম্পানির তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 5ই জুলাই ভারতের বাজারে একসঙ্গে লঞ্চ করা হবে Triumph Speed 400 এবং Scrambler 400X। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ইংল্যান্ডে লঞ্চ করা হয়েছে এই দুটি বাইক। যা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, বাজাজ-ট্রায়াম্ফ অংশীদারিত্বের অধীনে এটিই প্রথম মোটরসাইকেল, যা ভারতের বাজারে লঞ্চ করা হবে।

Advertisements

যদি দুর্দান্ত এই দুটি গাড়ির অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে প্রথমেই দৃষ্টি দিতে হবে এর শক্তিশালী ইঞ্জিনের দিকে। আমরা আপনাদের বলি, Triumph Speed 400 এবং Scrambler 400X পাবেন 398.15cc-র সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, 4-ভালভ, DOHC ইঞ্জিন। যা 8,000 RPM-এ 39.5 bhp এবং 6,500 RPM-এ 37.5 Nm পিক টর্ক জেনারেট করবে৷ এছাড়া শক্তিশালী এই ইঞ্জিনটি 6-টি গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে।

Advertisements

যদি দুর্দান্ত এই দুটি গাড়ির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে গাড়ি দুটিতে অল-ডিজিটাল কনসোল, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম, স্লিপার ক্লাচ, ইউএসডি ফ্রন্ট ফর্কস, ব্লুটুথ, 17-ইঞ্চি চাকা, মনোশক রিয়ার সাসপেনশন, এলইডি হেডল্যাম্পের মত সুবিধা লক্ষ্য করা যাবে। এছাড়া গ্রাহকদের সুরক্ষার কথা নিশ্চিত করতে গাড়িটির দুই চাকায় ডিক্স ব্রেক সিস্টেম লক্ষ্য করা যাবে। যদি শক্তিশালী এই বাইকের দামের কথা বলি, তবে বিভিন্ন মাধ্যমের খবর অনুসারে ভারতের বাজারে 3 লাখ টাকার কাছাকাছি দাম হতে পারে এটির। উল্লেখ্য, দুর্দান্ত এই গাড়ি দুটি ভারতের বাজারে লঞ্চ করা হয়, তবে এটিই হবে ভারতের বাজারে সবচেয়ে কম দামের Triumph বাইক।

Advertisements